নাসির উদ্দিন, ক্যামব্রিজ প্রতিনিধি: ক্যামব্রিজে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ক্যামব্রিজের অরচার্ড পার্ক কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত ২৪ এপ্রিল রোববার আইনজীবী নাসির উদ্দিন ও স্থানীয় মুসলিমদের উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যামব্রিজ এমপি ড্যানিয়েল জেইচনার। আইনজীবী নাসির উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদিনা ইউনির্ভাসিটির ক্বারী ও শেখ শের আহমদ, কমিউনিটি ব্যক্তি আমিনুল ইসলাম, মাওলানা তাসলিম মজুমদার, ক্যামব্রিজ সিটি কাউন্সিলর বাইজু থিতিয়ালা, আকবর আলী, ব্যবসায়ী ইফতার উদ্দিন সাংবাদিক জিয়াউর রহমান প্রমুখ। সভায় রমজানের ফজিলত, যাকাত, হালাল-হারাম ও সন্তানদের প্রতি পিতা-মাতার কর্তব্যসহ ইসলামের নানা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করেন মাওলানা তাসলিম মজুমদার। প্রধান অতিথির বক্তব্যে ক্যামব্রিজ এমপি ড্যানিয়েল জেইচনার বলেন, পিতা-মাতার উচিত নতুন প্রজন্মকে চ্যারিটি কাজে স¤পৃক্ত হওয়ার জন্য উৎসাহিত করা। আমরা সবাই এক কমিউনিটির এবং একসাথে কাজ করা আমাদের লক্ষ্য। পরে বুড়ারগোল জামে মসজিদের ফান্ডরাইজিং করা হয়।














