টাওয়ার হ্যামলেটের স্পীকার জনাব আহবাব হোসেনের আমন্ত্রণে আলতাব আলী ট্রাস্ট এর নেতৃবৃন্দ আজ টাউন হলে স্পীকারের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। উক্ত সাক্ষাতে আলতাব আলী ট্রাস্টের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি জনাব রফিক উল্লাহ, সাধারন সম্পাদক জনাব আখলাকুর রহমান, ট্রাস্টি আব্দুল তাহিদ, ট্রাস্টি নাসরিন খান, ট্রাস্টি লিটন হোসেন। উক্ত অনুষ্ঠানে আলতাব আলী ট্রাস্টের পক্ষ হতে বিদায়ী স্পীকার জনাব আহবাব হোসেনকে অত্যান্ত সফল এবং নিরপেক্ষ ভাবে তার দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানানো হয়। স্পীকার আলতাব আলী ট্রাস্টের নেতৃ বৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলতাব আলী ট্রাস্ট জন্ম লগ্ন হতে কমিউনিটির কল্যাণে ভুমিকা রাখবার জন্য একটি প্রশংসা সুচক সনদ প্রদান করেন। উপস্থিত সকল ট্রাস্টিকে টাওয়ার হ্যামলেট বাড়ার নাম খচিত কলম উপহার হিসেবে প্রদান করে তাদের কল্যাণ মুখি কাজ অব্যাহত রাখতে উৎসাহ প্রদান করা হয়।














