এমএএইচ লন্ডন নিউজ ২৪: রচডেল কাউন্সিলের প্রথম বাংলাদেশী মেয়র হিসেবে কাউন্সিলার আলী আহমেদ নির্বাচিত হয়েছেন। আজ ১৮ মে ২০২২, রচডালে কাউন্সিলের সিভিক রিসেপশনের মাধ্যমে এই ঘোষণা করা হয়। উল্লেখ্য , রচডেল কাউন্সিলে প্রথম বাংলাদেশী নাগরিক ( 1st citizen) হিসেবে কাউন্সিলার আলী আহমেদ ইতিহাস সৃষ্টি করেন।
উল্লেখ, কাউন্সিলর আলী আহমেদ রচডেল কাউন্সিলের সেন্ট্রাল ওয়ার্ড থেকেএকাধারে দুইবার কাউন্সিলর নির্বাচিত হন।
সস্ত্রীক মেয়র কাউন্সিলর আলী আহমেদ
তার দেশের বাড়ি সুনামগঞ্জ জেলার, জগন্নাথপুর থার সৈয়দপুর গ্রামে।