সিলেট বিভাগ আমরা ৯৩” এর সৌজন্যে এডমিন প্যানেলের প্রবাসি বন্ধু এম,নাসির উদ্দিন আইনজীবি এর স্বদেশ আগমন উপলক্ষে এক সংর্বধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।
১০ এপ্রিল ২০২২ সানরাইজ কমিউনিটি সেন্টার/ রেস্টুরেন্ট গোলাপগন্জে , সিলেট অনুষ্ঠানে শুরুতে এম নাসির উদ্দিনকে ফুল এবং ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।
উক্ত অনুষ্ঠানে সম্বধিত নাসির উদ্দিন তার তার প্রবাস জীবনের বিভিন্ন অভিজ্ঞতা আলোচন ও উপস্হিত সবাইকে লাইফ স্কীল শেখার জন্য বলেন ও লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন কাজ শেখার জন্য অনুরোধ করেন । উপস্হিত অন্যান্য বন্ধুরাও তাদের নিজ জীবনের বাস্তবতা সকল বন্ধুদের সাথে সেয়ার করেন।সিলেটের অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন তোফায়েল আহমেদ, সেলিম উদ্দিন, মিফতা উদ্দিন, জাকের আহমেদ, বিপুল দাস, শফিকুর রহমান, আফতাব উদ্দিন সহ আরো অনেকে। অনুষ্ঠান আয়োজনে যাদের অবদান তারা হলেন কামরুল জামান , বুলন আহমদ, আনোয়ার মুরাদ , আব্দুল মান্নান , আব্দুল ওয়াহিদ, কিবরিয়া কবির সব অন্যান্যরা । অনুষটানে তাদের জন্য কৃতক্ষতা প্রকাশ করা হয়।
















