• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home সিলেটের সংবাদ  

সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি কিছুটা কমলেও বাড়ছে দুর্ভোগ

এমএএইচ লন্ডন নিউজ২৪ by এমএএইচ লন্ডন নিউজ২৪
২০ মে ২০২২
in সিলেটের সংবাদ  
0
93
VIEWS
FacebookWhatsAppTwitterEmail

ডেস্ক নিউজ: বৃষ্টিপাত হ্রাস পেলেও সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। পানি কিছুটা কমলেও বাড়ছে জনদুর্ভোগ। গ্রামীণ রাস্তা-ঘাট ডুবে যাওয়ার কারণে পানিবন্দি মানুষ দুর্বিষহ মানবেতর জীবনযাপন করছেন। বিশুদ্ধ পানি আর খাবারের তীব্র সংকটে ভুগছেন বানবাসী লোকজন।

গতকাল বৃহস্পতিবার কানাইঘাটে বন্যার পানিতে নৌকা ডুবে নিখোঁজ ২ ব্যক্তির লাশ ভেসে উঠেছে। বিশেষ করে ভাটিতে পানির টান না থাকায় দোয়ারাবাজারে বন্যা পরিস্থিতি ধীরগতিতে উন্নতি হলেও বাড়ছে অসহনীয় দুর্গতি। গতকাল বৃহস্পতিবার সকালে পাহাড়ি ঢল ও বন্যার তোড়ে নিমিষেই ভেঙে পড়ে ছাতক-সুনামগঞ্জ সড়কের দোয়ারাবাজার উপজেলাধীন দোহালিয়া ইউনিয়নের পানাইল গ্রামের পশ্চিমাংশের দীর্ঘ ব্রিজটি।

এদিকে, ছাতক, কানাইঘাট ও গোয়াইনঘাটের সাথে সিলেটসহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাতক ও দোয়ারাবাজারে বন্যাদুর্গত অসহায় পরিবারের মাঝে শুকনা খাবারসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান কোম্পানীগঞ্জ ও বিশ্বনাথে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।

সিলেট জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সিলেটের বন্যা দুর্গত এলাকায় ২৩৪ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। শুকনা খাবার বিতরণ হয়েছে ২ হাজার ৭৫০ বস্তা। নগদ ১৩ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রস্তÍুত রাখা হয়েছে ৩২৬টি আশ্রয় কেন্দ্র। এর মধ্যে ৯৫টি আশ্রয় কেন্দ্রে ৭ হাজার ৩৪৯ জন বন্যার্ত আশ্রয় নিয়েছেন।

কানাইঘাট (সিলেট) থেকে আলা উদ্দিন জানান, বৃষ্টিপাত কমলেও কানাইঘাটে বন্যা পরিস্থিতির তেমন কোন উন্নতি হয়নি। গোটা উপজেলার ৯৫ ভাগ এলাকা বন্যার পানিতে প্লাবিত রয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক নৌকা ডুবিতে নিখোঁজ হওয়া ২ জনের লাশ উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত মৃতদেহের মধ্যে রয়েছে গত বুধবার রাতে কানাইঘাটের পেকু এলাকা থেকে নৌকা ডুবিতে নিখোঁজ হওয়া ছতরপুর গ্রামের সয়ফুল্লাহর পুত্র আব্দুল্লাহ (৩২) এবং ১৬ মে মমতাজগঞ্জ বাজারের পাশে সুরমা নদীতে নৌকাডুবে নিখোঁজ লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির নক্তিপাড়া গ্রামের ফয়জুর রহমানের পুত্র ব্যবসায়ী হাবিবুর রহমান (৫০)।

এদিকে বন্যার কারণে উপজেলার ২ লক্ষের অধিক মানুষ গ্রামীণ রাস্তা-ঘাট ডুবে যাওয়ার কারণে পানিবন্দি অবস্থায় দুর্বিষহ মানবেতর জীবনযাপন করছেন। তাদের কাছে ত্রাণসামগ্রী সঠিকভাবে পৌঁছাচ্ছে না। তারা অনাহারে-অর্ধাহারে রয়েছেন। গতকাল বৃহস্পতিবার সুরমা নদীর পানি বিপদসীমার ১৩৮ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। স্থানীয়রা বলছেন, ২০০৪ সালের বন্যা অতিক্রম করেছে এবারের ভয়াবহ বন্যা। বিশেষ করে কানাইঘাট সদরের সাথে সিলেট শহরের তিনটি যোগাযোগ সড়কের অধিকাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। এ কারণে সম্পূর্ণভাবে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সংকট দেখা দিয়েছে। ১৭টি বন্যা আশ্রয় কেন্দ্রের পাশাপাশি উঁচু স্থানে অবস্থিত অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে ২ হাজারের অধিক মানুষ আশ্রয় নিয়েছেন বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকিব বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

জকিগঞ্জ থেকে আল হাছিব তাপাদার জানান, ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে বানভাসি জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার মানুষ এখন বিশুদ্ধ পানি আর খাবারের তীব্র সংকটে ভুগছে। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন অঞ্চল প্লাবিত হচ্ছে। সুরমা-কুশিয়ারা নদীর ডাইক উপচে পানি লোকালয়ে আসা অব্যাহত থাকায় ভয়াবহ বন্যার আশঙ্কা বাড়ছে। ভারতের বরাক নদী হয়ে উজানের ঢল বাংলাদেশের সুরমা-কুশিয়ারায় ঢুকছে। বরাক নদীর পানিতে জকিগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে এখন পর্যন্ত বিপুল মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যা কবলিত এলাকার লোকজনের দুর্ভোগ আরো চরম আকার ধারণ করতে পারে। পানিবন্দি লোকজন বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য ও শুকনো খাবারের সংকটে পড়েছেন। খাবার পানির অভাবে ঝুঁকি নিয়েই অনেকে দূষিত পানি পান করছেন। এতে করে পানিবাহিত নানা রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা রয়েছে।

জকিগঞ্জ উপজেলা প্রশাসনের তথ্য মতে, উপজেলার প্রায় নয়টি ইউপিই বন্যা কবলিত। পুরো উপজেলায় বন্যার পানিতে প্রায় অর্ধলাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বানভাসি অনেক এলাকার মানুষদেরকে প্রশাসনের পক্ষ থেকে চাল ও শুকনো খাবার দেয়া হয়েছে। কিন্তু পানিবন্দি বিপুল সংখ্যক মানুষের জন্য প্রয়োজনীয় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে না। ফলে বাধ্য হয়ে পানিবন্দি লোকজন বন্যার দূষিত পানি পান করছেন।

বানবাসি মানুষের অভিযোগ, পানিবন্দি অবস্থায় থাকলেও কেউ খোঁজ নিচ্ছে না। শুকনো খাবার আর বিশুদ্ধ পানির বড় সমস্যা। অনেক এলাকার নলকূপ বন্যার পানিতে তলিয়ে গেছে। অনেক এলাকায় খাবারের ব্যবস্থা হলেও বিশুদ্ধ পানির সংকট তীব্র হয়েছে। বানের পানিতে বাড়ি-ঘর ডুবে যাওয়ায় অনেকে বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। সরকারি-বেসরকারি ত্রাণ না পাওয়ার অভিযোগ এসব বানভাসী মানুষের। গৃহপালিত গবাদি পশুপাখি নিয়েও বেকায়দায় রয়েছেন। বন্যা কবলিত এলাকায় শৌচাগার সমস্যায় নারী-পুরুষ চরম বিপাকে আছেন।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে. বন্যায় ভেসে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, পুকুর, রাস্তাঘাট ও হাট বাজার। পাশাপাশি অবকাঠামোগত ক্ষতিও বাড়ছে। সর্বস্বান্ত হয়ে পড়েছে বানভাসী মানুষ। উপজেলার বিভিন্ন ইউপির প্রায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। বানভাসী মানুষদের মাঝে শিশু খাদ্য, বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে।

সদর ইউপির রারাই গ্রামের প্রবীণ মুরব্বি আবুল খায়ের বলেন, পানিতে বাড়ির টিউবওয়েল (নলকূপ) তলিয়ে গেছে পুরো এলাকার মানুষের। নিম্নবিত্ত পরিবারের অনেক মানুষের পানি কিনে খাওয়ার মত সামর্থও নেই। বাধ্য হয়েই অনেকে বন্যার পানি খাচ্ছেন।
মুমিনপুর গ্রামের সালেহা বেগম জানান, ঘরে কোমর পানি, টিউবওয়েল পানির নিচে। খাওয়ার পানির খুব অভাব। শিশু খাদ্য ও শুকনো খাবারের অভাব দেখা দিয়েছে। সরকার থেকে এখনো ত্রাণ ও শিশু খাদ্য পাওয়া যাচ্ছে না। বন্যা কবলিত এলাকায় ত্রাণের সাথে ফিটকিরি দেয়া হলে পানি খাওয়ার সমস্যা কিছুটা কমতে পারে।

সদর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ বলেন, তাঁর ইউপির কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি। প্রথম দিকে সরকারিভাবে মাত্র দুই টন চাল পাওয়া গেছে তা অপ্রতুল। সময় সময় বানভাসি মানুষ চরম কষ্টের মধ্যে পড়ছেন কিন্তু, এরপরও কোন ত্রাণ পাওয়া যাচ্ছে না। ডাইকের বিভিন্ন স্থানে বাঁধ রক্ষায়ও কোন সহযোগিতা পাওয়া যায়নি। ত্রাণের তালিকায় বিশুদ্ধ পানি নেই। অনেক এলাকায় চুলা জ্বালিয়ে পানি ফুটানোর মত অবস্থা নেই এখন। বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের জন্য বানভাসি মানুষ ভোগান্তিতে পড়েছেন। ত্রাণের সাথে পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট দেবার জন্য বলেছি।
জকিগঞ্জের দায়িত্বপ্রাপ্ত ইউএনও পল্লব হোম দাস জানান, ইতিমধ্যে বন্যা কবলিত এলাকায় ১৮ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে আরও ১০০ মেট্রিকটন চাল ও ১০ হাজার প্যাকেট শুকনো খাবারের চাহিদার কথা জেলা প্রশাসনের কাছে জানানো হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।

গোয়াইনঘাট থেকে মনজুর আহমদ জানান, গোয়াইনঘাটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। তবে, সময় বাড়ার সাথে সাথে পানিবন্ধী মানুষের দুর্ভোগ আর হাহাকার আরও বৃদ্ধি পাচ্ছে। ১০টি আশ্রয় কেন্দ্র চালু রয়েছে। ৩৬১ জন পানিবন্দি মানুষ রয়েছেন আশ্রয় কেন্দ্রে। সরজমিন ঘুরে দেখা যায়, পাহাড়ি ঢল পিয়াইন ও সারি নদীতে পড়ে পানিতে তলিয়ে যায় গোয়াইনঘাট। সারী-গোয়াইনঘাট সড়কের উপর ও একাধিক ব্রীজের নীচ দিয়ে উত্তর দিকে প্রবল স্রোতে পানি ঢুকছে। এতে করে গোয়াইনঘাটবাসীর মাঝে আলাদা আতংক ছড়িয়ে পড়েছে। এছাড়া, বিদ্যুৎ বিভ্রাটে গোয়াইনঘাটবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
এদিকে, এখনও সিলেটের সাথে গোয়াইনঘাটের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। অফিসপাড়া রয়েছে ফাঁকা, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে।

কোম্পানীগঞ্জ থেকে আবিদুর রহমান জানান, কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। প্লাবিত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। তাছাড়া, বানভাসি মানুষজন গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন। প্লাবিত বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেকের ঘরের ভেতর দুই থেকে তিন ফুট পানি। অনেকে পরিবার নিয়ে খাটের উপরে বসবাস করছেন। ঘরে খাবার নেই। নলকূপ পানির নিচে তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানি পাচ্ছেন না।
সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান গতকাল বৃহস্পতিবার দুপুরে বন্যাকবলিত কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পানিবন্দি গ্রামগুলো ঘুরে দেখেছেন। এসময় তিনি তিন শতাধিক পরিবারকে ত্রাণ সহায়তা হিসেবে প্যাকেট ভর্তি চাল, ডাল, তেল, আটা, আলু ও লবণ দিয়েছেন। পাশাপাশি শুকনো খাবার চিড়া, মুড়ি ও গুড়সহ শিশু খাদ্যের প্যাকেট বিতরণ করেন। শুরুতে থানা সদর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রিতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। পরে নৌকাযোগে ইসলামপুর পশ্চিম ইউনিয়নের গুচ্ছগ্রাম, ডুপরিয়াকান্দিসহ উপজেলা সদরের নিকটবর্তী গ্রামগুলো ঘুরে দেখেন এবং বানভাসি মানুষের হাতে ত্রাণের প্যাকেট তুলে দেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মামুনুর রশিদ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার আহসানুল আলম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান ও আরাফাত আলী মেম্বার প্রমুখ উপস্থিত ছিলেন।
জৈন্তাপুর (সিলেট) থেকে নুরুল ইসলাম জানিয়েছেন, জৈন্তাপুর উপজেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে, দরবস্ত, চিকনাগুল, ফতেহপুর ও চারিকাটা ইউনিয়নে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গতকাল বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ,ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম ও সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী জানান, বন্যার সার্বিক পরিস্থিতির ওপর তাদের মনিটরিং অব্যাহত রয়েছে।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে তাজুল ইসলাম জানান, ভাটিতে পানির টান না থাকায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে বন্যা পরিস্থিতি ধীরগতিতে উন্নতি হলেও বাড়ছে অসহনীয় দুর্গতি । গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পাহাড়ি ঢল ও বন্যার তোড়ে নিমিষেই ভেঙে পড়ে ছাতক-সুনামগঞ্জ সড়কের দোয়ারাবাজার উপজেলাধীন দোহালিয়া ইউনিয়নের পানাইল গ্রামের পশ্চিমাংশের দীর্ঘ ব্রিজটি। একই ইউনিয়নের কাঞ্চনপুর ব্রিজটিও আংশিক ধসে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে জেলা শহর সুনামগঞ্জের সাথে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সড়ক যোগাযোগ। এছাড়াও অধিকাংশ গ্রামীণ রাস্তাঘাটে কোমর ও বুক সমান পানি থাকায় জেলা ও উপজেলা সদরের সাথে ৯ ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পরিবার পরিজন ও গবাদি পশুপাখি নিয়ে গৃহবন্দি হয়ে পড়েছেন বগুলা, বাংলাবাজার, লক্ষীপুর, সুরমা, দোহালিয়া, নরসিংপুর ও দোয়ারা সদরসহ উপজেলার ৯ ইউনিয়নের কর্মজীবীসহ পানিবন্দি লাখো মানুষ। অথৈ পানির বুকে দাঁড়িয়ে আছে সেবাবঞ্চিত সুরমা ইউনিয়নের বৈঠাখাই কমিউনিটি ক্লিনিক। পানিতে পচে গিয়ে বিনষ্ট হয়েছে বন্দেহরি, গোজাউড়া ও নাইন্দার হাওরসহ সবকটি মাঠের অধিকাংশ বোরো ফসল ও শাকসবজি। মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদিত মাঠের পাকা ধান ঘরে তুলতে না পারায় আহাজারি থামছে না প্রান্তিক বর্গাচাষীসহ ভুক্তভোগী কৃষকদের। ঘরের মেঝেতে হাঁটু ও কোমর সমান পানি থাকায় উঁনুনে হাড়ি বসছে না অনেক বানভাসি পরিবারের। ভেসে গেছে অর্ধশতাধিক পুকুরের কোটি টাকার মাছ ও মাছের পোনা। ৮০ ভাগ শিক্ষা প্রতিষ্ঠান জলমগ্ন থাকায় বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম।
এদিকে,গতকাল বৃহস্পতিবার সকালে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বন্যাদুর্গত অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে শুকনা খাবারসহ প্রধানমন্ত্রীর বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। পরে বন্যা দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ।
এদিকে, দোয়ারাবাজার উপজেলাকে অচিরেই দুর্গত এলাকা ঘোষণা করে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বরাদ্দের দাবি জানিয়েছেন উপজেলার সচেতন নাগরিক সমাজ। উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ জানান, বন্যার্তদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবলায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও সচেষ্ট ভূমিকা পালন করছেন। অপরদিকে, কৃষকদের অরক্ষিত ধান গুদামে সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

ছাতক (সুনামগঞ্জ) থেকে সৈয়দ হারুনুর রশিদ জানান, বন্যার পানি কিছুটা কমলেও ছাতকের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উপজেলার পানিবন্দি লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগের মাঝে দিন কাটাচ্ছে। ছাতক শহরে কয়েকটি আশ্রয়কেন্দ্র খোলা হলেও নিম্নাঞ্চলের মানুষ অনেকটাই আশ্রয়হীন অবস্থায় রয়েছে। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করায় শিক্ষাকার্যক্রম বন্ধ রয়েছে। বন্যার কারণে ছাতক উপজেলার ১৩টি ইউনিয়নের ৫ হাজার বাড়ীঘর বিধ্বস্ত হয়েছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে ছাতকে বন্যাদুর্গত অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে শুকনা খাবারসহ ত্রাণসামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় তারা বানবাসী মানুষকে পর্যাপ্ত ত্রাণের আশ্বাস দেন। তারা বলেন, সরকার বন্যা দুর্গতদের পাশে থাকবে। ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী গতকাল বৃহস্পতিবার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সূত্র: সিলেটের ডাক

Total Page Visits: 17 - Today Page Visits: 1
Previous Post

লন্ডন বাংলা প্রেস ক্লাবের মতবিনিময় সভায় রোজিনা ইসলাম : আমার জীবনে সকলের অবদান স্মরনীয় হয়ে থাকবে

Next Post

মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ! বড়লেখার ২ ভাইসহ ৩ জনের মৃত্যুদণ্ড

এমএএইচ লন্ডন নিউজ২৪

এমএএইচ লন্ডন নিউজ২৪

Next Post

মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ! বড়লেখার ২ ভাইসহ ৩ জনের মৃত্যুদণ্ড

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 139 Followers
  • 206k Subscribers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

এম সি কলেজে গণধর্ষণকারীদের শাস্তি  ও রায়হানের খুনিদের গ্রেফতারের দাবিতে লন্ডনে এমসিয়ানদের ভার্চুয়াল প্রতিবাদ সমাবেশ

রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন

রায়হান আহমেদের হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানব বন্ধন 

অভিযুক্ত আকবর 

এসআই আকবর যাতে দেশ থেকে পালাতে না পারে –  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইমিগ্রেশন সেন্টারে চিঠি

মধ্য ভিয়েতনামে বন্যায় ১৩ জনের মৃত্যু

৩১ অক্টোবর ২০২৫

তানজানিয়ায় জেন-জিদের বিক্ষোভে নিহত ৭০০, দাবি বিরোধী দলের

৩১ অক্টোবর ২০২৫

১০ মাসে ঢাকায় ঝটিকা মিছিল থেকে প্রায় ৩ হাজার আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেপ্তার

৩১ অক্টোবর ২০২৫

শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি

৩১ অক্টোবর ২০২৫

Recent News

মধ্য ভিয়েতনামে বন্যায় ১৩ জনের মৃত্যু

৩১ অক্টোবর ২০২৫

তানজানিয়ায় জেন-জিদের বিক্ষোভে নিহত ৭০০, দাবি বিরোধী দলের

৩১ অক্টোবর ২০২৫

১০ মাসে ঢাকায় ঝটিকা মিছিল থেকে প্রায় ৩ হাজার আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেপ্তার

৩১ অক্টোবর ২০২৫

শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি

৩১ অক্টোবর ২০২৫

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    206 shares
    Share 82 Tweet 52

Recent News

মধ্য ভিয়েতনামে বন্যায় ১৩ জনের মৃত্যু

৩১ অক্টোবর ২০২৫

তানজানিয়ায় জেন-জিদের বিক্ষোভে নিহত ৭০০, দাবি বিরোধী দলের

৩১ অক্টোবর ২০২৫

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In