এম হামিদ টিপু : শিশুরা এখন ব্রিটিশ নাগরিকত্ব আবেদনের ফি মওকুফের জন্য আবেদন করতে পারবে । যে সকল পরিবারগুলো তাদের সন্তানদের জন্য ব্রিটিশ নাগরিকত্ব আবেদনের ফি বহন করতে পারবে না, তারা এখন থেকে বিনামূল্যে আবেদন করতে পারবেন। নীতি অনুযায়ী কেবল মাত্র ১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য নাগরিকত্ব আবেদন ফি মওকুফ” নীতি (০১ জুন) প্রকাশিত হয়েছে৷ বর্তমানে ১৮ বছরের কম বয়সী বয়সীদেরকে ব্রিটিশ নাগরিক হিসেবে নিবন্ধনের আবেদনের জন্য £১,০১২ পাউন্ড দিতে হয়।
যেসকল পরিবার তাদের আর্থিক অপারগতা প্রমান করতে পারবে, তাদেরকে বিনা ফি তে আবেদনের সুযোগ দেয়া হবে। এই সুযোগ আগামী ১৬ জুন থেকে কার্যকর হবে।
এই বছরের ফেব্রুয়ারীতে, সুপ্রিম কোর্ট এর এক রায়ে বলা হয়েছে যে, শিশুর নাগরিকত্ব আবেদন ফি নির্ধারণ করা সরকারের অধিকার ছিল। কিন্তু সরকার ফি নির্ধারণের সময় শিশুদের সর্বোত্তম স্বার্থ বিবেচনায় নিতে ব্যর্থ হয়েছে। ১৮ বছরের কম বয়সী যেকোনও ব্যক্তি ব্রিটিশ হিসাবে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন, যেখানে তারা দশ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করেছেন বা তাদের পিতামাতার মধ্যে কেউ স্থায়ী হয়েছেন বা ব্রিটিশ হয়েছেন।














