ক্যামব্রিজ, ইংল্যান্ড থেকে মোঃ নাসির উদ্দিন: ইংল্যান্ডে সফররত কেমব্রিজ ইভনিভাসিটিতে ভিজিটিং স্কলারও চট্টগাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং ইতিহাস বিভাগের চেয়ারম্যান ডঃ আব্দুল্লাহ আল মাসুম এর সাথে কেমবি্জে বসবাসরত মুসলিম কমিউনিটির এক মতবিনিময় সভার আয়োজন ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত ২১শে জুন মংগলবার ইংল্যান্ডের কেমব্রিজ সেন্ট্রাল ইকো মসজিদের হল রুমে রাত ১০ ঘটিকায় এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
কেমব্রিজ সেন্টাল মসজিদের অন্যতম ভলনটিয়ার ও গিভ আস এ লিপ্ট এর টাষ্টি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও আইনজীবী ও সাংবাদিক মো. নাসির উদ্দিনের সঞ্চানায় এনকেএসএ (কেমব্রিজ) ও মুসলিম কমিউনিটি এসোসিয়নের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন কেমব্রিজ সেন্টাল ইকো মসজিদের প্রধান ইমাম ডঃ শেজাদমেকিস(বসনিয়া), ২য় ইমাম কানাডিয়ান নাগরিক ডঃ জাকারিয়া আহমেদ (অক্সফোর্ড ইউনিভার্সিটি )। অন্যান্যদের মধ্যে বক্তব্য; রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, আমিনুল ইসলাম প্রমুখ।
সভায় প্রধান অতিথি কেমব্রিজ সেন্টাল ইকো মসজিদের প্রধান ইমাম (বসনিয়ান) ডঃ শেজাদ মেকিস, ২য় ইমাম অক্সফোর্ড ইউনিভার্সিটির ফলো ডঃ জাকারিয়া আহমেদ সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করেন। তাছাড়াও, কেমব্রিজে বসবাসরত তুর্কি, পাকিস্তানী, ভারত, ও বসনিয়ান সহ বিভিন্ন দেশের কমিউনিটি নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথিকে বিদায়ী সম্মাননা পত্র প্রদান করেন।
এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেনঃ ডঃ নাভিদ আহমেদ, শাহজালাল কমিউনিটি এন্ড কালচারাল সেন্টারের চেয়ারম্যান ও ট্রাষ্টি হাজী হিরন আলী, কেমব্রিজ বাংলাদেশী ওয়েলফেয়ার এর সভাপতি শায়েস্তা মিয়া (ছোটন মিয়া), কমিউনিটি নেতা শামীম আহমেদ, মুসলিম কমিউনিটি এসোসিয়নের সেক্রেটারী সামসুল ইসলাম, আবু বকর মসজিদের সভাপতি মাহমুদ, পারভেজ মালিক, পাকতুন সোসাইটি অফ কেমবিজ এর চেয়ারম্যান ইউনিস খান, জনাব আক্তার হোসেন, জনাব আল আমিন, জনাব আব্দুল আজিজ, কেমসাইনের স্বত্তাধিকারী ওবায়দুল আহমেদ, ডক্টর সাইফুর রহমান. ডক্টর আপ্তাব আহমেদ.আলতাফ আফ্রিদির, দিলদার হোসাইন, (নেপাল) ব্যবসায়ী লিয়াকত আলী সহ বিভিন্ন দেশের জনপ্ৰতিনিধিরা।
প্রধান অতিথি ডঃ শেজাদ মেকিস তাঁর বক্তব্যে বলেন, জ্ঞান-বিজ্ঞানের চর্চা ও গবেষণায় ইতিহাসের গুরুত্ত্ব অপরিসীম। ইতিহাস যেকোনো জাতিকে যেমন অতিত সম্পর্কে অবহিত করে তেমনি ভবিষ্যৎ চলার পথে পাথেয় হিসেবেও সহায়তা করে। তিনি সংবর্ধিত অতিথিকে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভিসিটিং স্কলার হিসেবে বাংলাদেশের শিক্ষার ইতিহাসকে আন্তর্জাতিক ভাবে উপস্থাপন করার জন্য সমধিক প্রশংসা করেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি প্রফেসর ডঃ আবদুল্লাহ আল মাসুম কেম্ব্রিজে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অতিথেয়তা ওভ্রাতৃত্বপূর্ণ ভালোবাসা পেয়ে অত্যন্ত মুগ্ধ হন। তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানোর জন্য বাংলাদেশী কমিনিউটি এবংআন্তর্জাতিক মুসলিম সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রদান করেন। পাশাপাশি কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কে ও তাকে ভিসিটিংস্কলার হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে জনাব আমিনুল ইসলাম এবং অন্যান্য বক্তারা সংবর্ধিত অতিথি প্রফেসর ডঃ আবদুল্লাহ আল মাসুম এরনিকট বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ভবিষ্যৎ এ আরো গবেষণা করার আশা ব্যক্ত করেন এবং গবেষক কে সহযোগীতার আশ্বাস প্রদান করেন। পরিশেষে সভাপতি উপস্থিত সকল কে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্ত ঘোষণা করেন।
সভাশেষে অতিথিরা কেমব্রিজ নির্মিত ইউরোপের প্রথম ইকো মসজিদে স্থানীয় বাংলাদেশীসহ অন্যান্য কমিউনিটির লোকজনের সাথে ঐতিহাসিক এই স্থাপনা ঘুরে দেখেন এবং রাতের ভোজন সভায় মিলিত হন।














