আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি,: সুনামগঞ্জের ছাতকে এক সংবাদকমীকে গুলি করে পাখির মত হত্যা করে মাথার খুলি উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে মোবাইল ফোনে মাধ্যমে।
এ ঘটনায় গত সোমবার রাতে শামীম আহমদ তালুকদার ও তার পরিবারে জানমাল নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরী (নং-৮৯৭) দায়ের করেন।
সে জাতীয় দি ডেইলি ’নিউজ মেইল’ পত্রিকায় সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার সভাপতি। ছাতক উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের সেওতরপাড়া প্রকাশিত (কাকুরা) গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী ইছাক আলী মহাজনের ছেলে।
জানা যায়, গত রোববার সকালে সংবাদকমী সাংবাদিক শামীম আহমদ তালুকদারের ব্যবহৃত মুঠোফোন ০১৭১৪৯৫৭৩৫২ ও ০১৫৭৫২৫৭৮৭৫ নাম্বার থেকে তার নম্বারে কল আসে।
রিসিব করা মাত্রই অজ্ঞাতনামা ব্যক্তি গালিগালাজ, সাংবাদিকতা ছেড়ে দেয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করে। যদি সংবাদ প্রকাশ করেন তবে তবু ও তার গুলি করে পাখির মত খুলি উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে মোবাইল কেটে দেয়।
এ হুমকি দেয়ার পর থেকে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যপারে থানার ওসি মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তদন্তপুবক আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।
,














