বর্তমানে অ্যারন ছাদার স্ত্রী-সন্তানেরা যুক্তরাজ্যে আছেন। অ্যারনের লাশ শনাক্ত করতে শিগগিরই তাঁরা ইতালি যাবেন বলে জানা গেছে।
Total Page Visits: 29 - Today Page Visits: 1
জন্মদিন উদ্যাপন করতে ইতালির একটি অবকাশযাপনকেন্দ্রে গিয়েছিলেন ব্রিটিশ নাগরিক অ্যারন ছাদা (৫২)। স্ত্রী ও দুই সন্তানও তাঁর সঙ্গে ছিলেন। স্থানীয় গারদা লেকে ঘুরতে গিয়ে নৌকা থেকে পড়ে যায় ছোট ছেলেটি। তাঁকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন অ্যারন। ছেলেটিকে উদ্ধার করতে পারলেও পানিতে তলিয়ে যান তিনি। গত ২২ জুলাই এ ঘটনা ঘটে। এর প্রায় এক মাস পর গতকাল মঙ্গলবার স্বেচ্ছাসেবীরা লেক থেকে অ্যারনের লাশ উদ্ধার করেন। খবর বিবিসির
বর্তমানে অ্যারন ছাদার স্ত্রী-সন্তানেরা যুক্তরাজ্যে আছেন। অ্যারনের লাশ শনাক্ত করতে শিগগিরই তাঁরা ইতালি যাবেন বলে জানা গেছে।
© 2022 MAH London News 24