এদিকে গুগলের কর্মীদের মধ্যে যাঁরা কর্মদক্ষতায় এগিয়ে রয়েছেন, তাঁদের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে নতুন ব্যবস্থায়। দুর্বল কর্মীদের শতকরা হার যেমন বাড়ানো হয়েছে, উল্টোটা করা হয়েছে এগিয়ে থাকা কর্মীদের ক্ষেত্রে। অর্থাৎ তাঁদের শতকরা হার কমানো হয়েছে।
খবরে বলা হয়, আগামী বছরের শুরুর দিকে দুর্বল কর্মীদের আলাদা করতে নতুন ব্যবস্থা গুগল ব্যবস্থাপকদের সহায়তা করবে। কর্মীদের বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে এটি কাজে লাগাতে পারবেন তাঁরা।
Total Page Visits: 63 - Today Page Visits: 3















