বিশ্বনাথ পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের স্থানীয় কারিকোনা গ্রামের হাজী মোঃ আব্দুন নুর আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজেউন।
রবিবার বিকাল ৪ ঘটিকায় তিনি তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৯ বছর। হাজী মোঃ আব্দুন নুর ১৯৫৪ সালের ৮ই এপ্রিল বিশ্বনাথ উপজেলার স্থানীয় কারিকোনা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল হাজী মোঃ আব্দুল আজিজ ও মাতার নাম ছিল হাজী সইফা খাতুন। ৫ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি ছিলেন বাবা মায়ের ৩য় সন্তান। রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হাজী মোঃ আব্দুন নুর অত্যন্ত বিস্বস্থতা ও সততার সাথে বিশ্বনাথ পুরান বাজারের বিলকিছ মার্কেটের নীচতলায় মেসার্স সোমন ষ্টোর নামে নিজস্ব ব্যবসা পরিচালনা করে আসছিলেন ৩ যুগের অধিক সময়কার ধরে। গত কয়েক মাস ধরে নানান জঠিল রোগের কারণে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ কন্যা ,১ পুত্র ও অসংখ্য স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আজ সোমবার সকাল ১১ঘটিকার সময় কারিকোনা বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হবে। এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি। এদিকে বিশ্বনাথের প্রবীণ এই ব্যবসায়ীর মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে শোক নেমে এসেছে। মরহুমের প্রতি শোক জানিয়ে ইতিমধ্যে বিলকিছ মার্কেটের ব্যবসায়ী সহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন ।