ডেভোন এলাকায় হোম অফিসের ভাড়া করা একটি হোটেল থেকে এসাইলাম সীকারদের নেয়া হচ্ছে ডরসেট এর পোর্টল্যান্ড হারবারে, যেখানে নোঙ্গর করে রাখা হয়েছে বিবি স্টকপোর্ট বার্য। সোমবার ৫০ মাইগ্রেনট এই জাহাজে ওঠেন। মোট ৫০০ মাইগ্রেনটকে এই বার্যে রাখার পরিকল্পনা করেছে সরকার। এ ধরনের উদ্যোগ গ্রহণ করে অর্থ সাশ্রয় করার চেষ্টা করবে সরকার। এই মুহূর্তে এসাইলাম সীকারদের হোটেল ভাড়া করে রাখতে গিয়ে সরকারের প্রতিদিন খরচ হয় ৮ মিলিয়ন পাউন্ড।
ধারনা করা হয়, প্রায় ৫০০ হোটেল ভাড়া করেছে হোম অফিস। কোন ৫০টি হোটেল থেকে আপাততঃ এসাইলাম সীকারদের সরান হবে, সেই তালিকা প্রকাশ করেনি হোম অফিস। তবে মারসিসাইডের নউজলি এলাকায় অবস্থিত হোটেল দ্য সুইটস থেকে এসাইলাম সীকারদের সরানো হচ্ছে বলে জানা গেছে। চলতি বছরের শুরুর দিকে এই হোটেলের বাইরে একদল উশৃঙ্খল জনতা এসাইলাম সীকারদের ওপর হামলা করে। ওই ঘটনায় পুলিসের একটি ভ্যানে আগুণ ধরিয়ে দেয় স্থানীয়রা।
যেসব এলাকায় লেবার দল এবং ক্ষমতাসীন টোরি দলের জনপ্রিয়তা প্রায় সমানে সমান, আসন্ন সাধারণ নির্বাচনে ভোটের কথা মাথায় রেখে অগ্রাধিকার ভিত্তিতে সেসব এলাকার হোটেল থেকে এসাইলাম সীকারদের সরিয়ে নেয়ার অভিযোগ অস্বীকার করেছে সরকার। এমন একটি নির্বাচনী এলাকা ইপ্সউইচ। এখানকার নভোটেল হোটেলে এসাইলাম সীকারদের রেখেছে সরকার। প্রাথমিক পর্যায়ে যে ৫০টি হোটেল খালি করা হবে এটি তাদের মধ্যে একটি।
রেকর্ড সংখ্যক এসাইলাম সীকার প্রবেশ করেছে ব্রিটেনে। একারণে আপাততঃ তাদেরকে হোটেলে রাখা ছাড়া উপায় নেই। সর্বশেষ তথ্যে জানা গেছে ১ লাখ ৭৫ হাজার এসাইলাম আবেদনকারী এখনও তাদের আবেদনের প্রাথমিক ফলাফল জানার অপেক্ষায় আছেন। অতীতের যে কোন সময়ের চেয়ে এই সংখ্যা সর্বোচ্চ। এসাইলাম আবেদন বিবেচনা করার জন্য কেইসওয়ার্কারের সংখ্যাও বৃদ্ধি করেছে হোম অফিস। চলতি বছরের শুরুতে কেইসওয়ার্কার ছিলেন এক হাজারের কম। এখন এই সংখ্যা আড়াই হাজার।