অ্যাপলের ‘স্পেশাল’ বা স্থানিক অডিও ফিচারের সঙ্গে অবশেষে যুক্ত হলো নেটফ্লিক্স। এমনটাই জানিয়েছে নাইনটুফাইভম্যাক। নেটফ্লিক্সের একজন মুখপাত্র জানান, গত বুধবার (১৮ আগস্ট) থেকে তারা কাজটি শুরু করেছেন। তবে ব্যবহারকারীরা এটি উপভোগ করতে পারবে আরও কয়েকদিন পর থেকে। যদিও কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, তাদের অ্যাপল ডিভাইসে এটি ইতোমধ্যে কাজ করছে।
ভার্জ জানায়, অ্যাপলের এই স্পেশাল অডিও ফিচারটি নির্দিষ্ট কয়েকটি ডিভাইসেই কাজ করে। সেগুলো হচ্ছে— এয়ারপডস প্রো, এয়ারপডস ম্যাক্স, আইফোন এবং আইপ্যাড। সংবাদ মাধ্যমটি আরও জানায়, অ্যাপলের এই সাউন্ড সিস্টেম ফিচারটি বিশেষভাবে ডিজাইন করা। ফিচারটি একজন শ্রোতাকে মিউজিকের অনুভূতির অনেক গভীরে পৌঁছে দেয়।
তবে নেটফ্লিক্স ছাড়াও এটি অ্যাপলের অন্যান্য সার্ভিস যেমন- অ্যাপল টিভি প্লাস, ডিজনি প্লাস এবং এইচবিও প্লাসে রয়েছে।
অ্যাপল পরিকল্পনা করেছে— এই ‘স্পেশাল’ অডিও ফিচারটি ভবিষ্যতে ম্যাক ওএস এবং টিবি ওএসের সঙ্গেও যুক্ত করবে।