ওই সূত্র আরও জানিয়েছে, ছবির একটা অংশের শুটিং হবে লন্ডন ও বুদাপেস্টে। এর আগের প্রতিবেদনগুলোর তথ্য অনুযায়ী, অভিবাসন নিয়ে সামাজিক কমেডি ঘরানার ছবি হবে এটি।
রাজকুমার হিরানি শেষ নির্মাণ করেন সঞ্জয় দত্তের জীবনীভিত্তিক সিনেমা ‘সঞ্জু’। এটি মুক্তি পায় ২০১৮ সালে। এর আগে ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘পিকে’ ও ‘থ্রি ইডিয়টস’ বানিয়ে বলিউডে সাড়া জাগিয়েছিলেন এই নির্মাতা।
শাহরুখ খান এই ছবি ছাড়াও দক্ষিণের নির্মাতা অ্যাটলির ছবিতে অভিনয় করছেন। সেখানে শাহরুখকে সঙ্গ দেবেন দক্ষিণ ভারতীয় লেডি সুপারস্টার নয়নতারা। গুঞ্জন আছে, অ্যাটলির এই ছবি নেটফ্লিক্সের হিট সিরিজ ‘মানি হাইস্ট’ থেকে অনুপ্রাণিত।