রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা রসকোমনাডজর রুশ গণমাধ্যমগুলোকে সতর্ক করে ওই সাক্ষাৎকার প্রকাশ করতে নিষেধ করেছে। এ ছাড়াও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করার কথাও বলেছে সংস্থাটি।
ইউক্রেনের আলোচকেরা বলছেন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে মুখোমুখি আলোচনার পরবর্তী রাউন্ড আজ সোমবার থেকে তুরস্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে গোলাবর্ষণে বিধ্বস্ত কৌশলগত বন্দর মারিউপোল থেকে জোরপূর্বক হাজার হাজার বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়ার অভিযোগ করেছে। রাশিয়া মারিউপোলের পূর্বে বেজিমেনে একটি অস্থায়ী শিবিরে আনুমানিক পাঁচ হাজার লোককে রেখেছে।
এদিকে চেরনিহিভের মেয়র বলেছেন, উত্তর ইউক্রেনের শহরটি এখন পুরোপুরি রুশ বাহিনী ঘিরে রেখেছে।