পবিত্র রমজান মাস উদযাপনের অংশ হিসাবে নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টারস এসোসিয়েশন (নেবট্রা) এর উদ্যোগে গত বিশ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ওল্ডহাম এর দ্য গ্রিল রেস্টুরেন্টে এক আলোচনা সভা এবং ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। নর্থ ইংল্যান্ড এর বিভিন্ন শহর তথা ওল্ডহাম, ম্যানচেস্টার, লিডস এবং রচডেল থেকে নেবট্রা এর কার্যকরী কমিটির সদস্যরা এতে অংশ গ্রহণ করেন। নেবট্রা সভাপতি মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান শ্যামল এর পরিচালনায় ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন নেবট্রা এর প্রধান উপদেষ্টা ফারুক যোশী, সিনিয়র সহ-সভাপতি এম জি কিবরিয়া, যুগ্ম সম্পাদক মওদুদ আহমেদ, অর্থ সম্পাদক দেলওয়ার হোসেন শিবলি, সাংগঠনিক সম্পাদক শাহ কাইয়ুম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মোবাশশির আলী, প্রশিক্ষণ সম্পাদক শামীম আহমেদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক আবুল হোসেন মামুন, তথ্য ও প্রচার সম্পাদক সৈয়দ জামাল হোসেন মিজান, ক্রীড়া সম্পাদক খালেদ আহমেদ, নির্বাহী সদস্য সৈয়দ নজরুল ইসলাম সুমন, তখলিস মিয়া, আকমল হোসেন প্রমুখ। আলোচকরা বিগত সফল ভাবে সম্পন্ন অভিষেক অনুষ্ঠানের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং আগামী কর্মসূচি সম্পর্কে পরামর্শ দেন। অনুষ্ঠানে নেবট্রা এর পক্ষ থেকে লিডস বাংলা প্রেস ক্লাবের আত্মপ্রকাশকে স্বাগত জানানো হয় এবং এম জি কিবরিয়াকে লিডস বাংলা প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে নেবট্রা উপদেষ্টা এম জুনেদ আহমেদ এর পরিচালনায় বিভিন্ন পদের খাবার দিয়ে ইফতার আয়োজন করা হয়।