অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর শ্রীনিবাস দে , বিয়ানীবাজার সরকারী কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর তপন কান্তি ধর, জকিগঞ্জ সরকারী করেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সুধাংশু শেখর তালুকদার, বৃন্দাবন সরকারী কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর বিজিত কুমার ভট্টাচার্য , প্রফেসর শাহ বদরুল আলম এবং প্রফেসর মো. ইসলাম উদ্দিন ।
অনুষ্ঠানে রসায়নবিদ্যা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও মুরারিচাঁদ কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক শ্রীনিবাস দে-এর রচিত “একাত্তরের স্মৃতি কথা ” এবং রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক মেঘনাথ সাহা’র রচিত “নবীনের বাতায়ন” বই দুটির মোড়ক উম্মোচন করেন সন্মানিত অতিথিরা।
এমসি কলেজ রসায়নবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অশোক কুমার পালের সভাপতিত্বে ও প্রভাষক সুজিত চন্দ্র দত্তের সঞ্চালনায় বক্তব্য দেন কেমিস্ট্রি এলামনাই এসোসিয়েশনের আহবায়ক রসায়ন বিভাগের সহযোগি অধ্যাপক মো. তোফায়েল আহমদ, সহকারী অধ্যাপক মো. শাহজাহান কবীর, মো. মহিউদ্দিন প্রমুখ।
এমসি কলেজ রসায়ন বিভাগের বিভিন্ন সেশনের প্রাক্তনীদের উপস্থিতিতে উক্ত ইফতার মেহফিল এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে কেমিস্ট্রি এলামনাই এসোসিয়েশন সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করার অঙ্গীকার করেন ।