ভোটাধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সর্বত্র স্বৈরচারী শাসন চলছে। আপনারা জানেন ২০০৮ সালে ষড়যন্ত্র করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসীন হয়েছিল আওয়ামী লীগ। ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতাশীল হয়েছিল।২০১৮ সালে নিশিরাতে ভোট দিয়ে তারা নির্বাচিত হয়েছে এবং এবারেও অবৈধভাবে তারা ক্ষমতায় আসার চিন্তা করছে। আজকে বাংলাদেশের জনগণ ঐকবদ্ধ হয়েছে, তাদের ভোটাধিকার আদায় করেই ছাড়বে ইনশাআল্লাহ্। ভোটাধিকার আদায় না হওয়া পর্যন্ত এ ময়দান বাংলার জনগণ ছাড়বে না।
তিনি বলেন, আমি আপনাতের জানাতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় না হওয়া পর্যন্ত, নির্বাচনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবো। রাজপথ আমরা ছাড়বো না, ভোটাধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথ আমরা ছাড়বো না।
তিনি বলেন, শত বাধা প্রতিকূলতার মধ্যে সমাবেশ করতে পারায় তিনি আল্লাহ শুকরিয়া আদায় করে বলেন, এত প্রতিকূলতার পরেও সংক্ষিপ্ত করে হলেও যে আমরা সমাবেশ করতে পারছি এ জন্য আল্লাহ্ শুকরিয়া। আমরা এ জুলুমবাজ সরকারের পতন না ঘটিয়ে ক্ষান্ত হবো না। তত্ত্বাবধায় সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।
শনিবার মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত আমির এ কথা জানান। এর আগে দুপুর ২টায় আরামবাগ মোড়ে লাখ-লাখ নেতাকর্মীদের উপস্থিতিতে কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়।
গাজায় ইসরাইলের হামলার বিষয়ে বলেন, অভিশপ্ত ইহুদি জাতি কিছু সময়ের জন্য বিজয় লাভ করলেও শিগগিরই তারা চিরতরে ধ্বংসপ্রাপ্ত হবে।
তিনি বলেন, সৃষ্টি যার হুকুম তার, আল্লাহ শত্রুরা যতই লাফালাফি করুক, তাদের ধ্বংস অনিবার্য।