শিশুদের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইংল্যান্ডে ডিসপোজেবল ভেইপ নিষিদ্ধ করার পরিকল্পনা চূড়ান্ত করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নতুন এই আইন বাস্তবায়ন হলে বিভিন্ন ধরনের ফ্লেভার এবং প্যাকেটে ভেইপ বাজারজাত করে শিশুদের আকৃষ্ট করাও নিষিদ্ধ হবে। গত তিন বছরে ১৮ বছরের কম বয়সের শিশুদের মধ্যে ভেইপ সেবন উদ্বেগজনকভাবে বেড়েছে, যদিও শিশুদের কাছে ভেইপ বিক্রি করা নিষিদ্ধ। সোমবার কাউনটি ডারহামের ডার্লিংটন শহরে হটন একাডেমী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী ডিসপোজেবল ভেইপ নিষিদ্ধ করার প্রতিশ্রুতি পুনরব্যাক্ত করেন। কিন্তু আসন্ন সাধারণ নির্বাচনের আগে কি ডিসপোজেবল ভেইপ নিষিদ্ধ হবে?
অসৎ ব্যবসায়ীরা শিশুদের কাছে ভেইপ বিক্রি করছেন। বিদেশ থেকে আমদানি করা কিছু ভেইপে বিষাক্ত রাসায়নিক উপাদান পাওয়া যাচ্ছে, যেগুলো ব্রিটেনের রাস্তাঘাটে ছড়িয়ে পড়ছে। ট্রেডিং স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষ এই পরিস্থিতি মোকাবেলায় সরকারের কাছ থেকে আরও বেশী বরাদ্দ এবং জনবল চেয়েছে। প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছে, এমন কিছু শিক্ষার্থী বিবিসির প্রতিবেদকের কাছে ভেইপ সম্পর্কে তাদের অভিজ্ঞতার কথা জানিয়েছে।
কিডারমিন্সটারের বাক্সটার কলেজের প্রিন্সিপাল ম্যাথু কারপেনটার গত বছর বিবিসিকে দেখিয়েছিলেন, স্কুলে তিনি ভেইপ সেন্সর লাগিয়েছিলেন। জব্দ করা ভেইপ নিয়ে তিনি তখন উদ্বেগ জানিয়েছিলেন। সরকারের নতুন পদক্ষেপকে তিনি স্বাগত জানিয়েছেন। শিশু বিশেষজ্ঞরাও ডিসপোজেবল ভেইপ নিষিদ্ধ করার সরকারই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে ভেইপিং ইন্ডাস্ট্রির নেতারা বলছেন, ধূমপানকে নিয়ন্ত্রণে রাখতে ভেইপিং ইতিবাচক ভূমিকা পালন করছে।
প্রধান বিরোধী দল লেবার পার্টি ডিসপোজেবল ভেইপ নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, দুই বছর আগেই এটি নিষিদ্ধ করা উচিত ছিল। আইন প্রণয়নের আগে আইনে কী থাকবে, না-থাকবে, ভেইপের নানা রকম ফ্লেভার এবং প্যাকেজিং কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার-বিশ্লেষণ হবে।