আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের শিল্পনগরী ছাতকে সুরমা নদীর নৌপথে বিভিন্ন নৌ পরিবহন হতে জোরপূর্বক চাঁদা আদায় তেল চুরি কালে ৪ চাঁদাবাজকে আটক করেছে নৌ পুলিশ। গত বুধবার দুপুরে তাদেরকে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন,ছাতকে পৌরশহরে চরেরন্দ গ্রামের আকিল আলীর ছেলে আলমগীর (২৬) একই গ্রামের জুলাই মিয়ার ছেলে জামিল হোসেন (২৮)সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউপির গৌখালের পাড় গ্রামের এরশাদুর মিয়ার ছেলে আরাফাত আলী (২৫) একই গ্রামের মদিরিছ আলীর ছেলে এমরান আহমদ (২৩) নগদ টাকা ইঞ্জিন চালিত নৌকা ও তেল চুরি মেশিনসহ ৪ জন গ্রেপ্তার করেছে নৌপুলিশ।
গত মঙ্গলবার গভীর রাতে পৌরশহরের পুরাতন কাষ্টমরোড ছাতক কাগোঘাট এলাকায় নৌপুলিশের ইনচাজ আনোয়ার হোসেন মৃধার নেতৃত্বে নৌপুলিশের একটি বিশেশায়িত টিম চাঁদাবাজকদের আটককালে তাদের হেফাজত থেকে আদায়কৃত চাঁদার নগদ ৮হাজার ৫ হাজার টাকা ও ইঞ্জিন চালিত ছোট ট্রলার,৩০লিটার তেল,৫টি নীল রঙ্গে খালি তেলের জার,১০ফুট পাইপ,তেল উঠানোর হেন্ডেল মেশিনসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। এব্যাপরে নৌপুলিশের ইনচাজ আনোয়ার হোসেন মৃধা এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,চলতি সুরমা নদী হতে বিশেষ অভিযানে একাধিক চাঁদাবাজকে চক্রের সদস্যদের আটক করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
###