বাংলাদেশে ১৯৯৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে বর্তমানে যুক্তরাজ্যে বসবাসরত সহপাঠী বন্ধুদের সমন্বয়ে গঠিত “ইউকে ৯৪” এসএসসি গ্রুপের উদ্যোগে বৃহস্পতিবার (২৮ মার্চ) পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকার উইন্গস আমেরিকানো রেস্টুরেন্টে এক ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। এতে লন্ডন সহ আশেপাশের অর্ধ শতাধিক বন্ধুরা এবং তাদের পরিবার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বর মাসে “ইউকে ৯৪” গ্রুপ গঠিত হয়। এই সংগঠনের উদ্দ্যাগে প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য , পিকনিক, গেট টুগেদার , ইফতার পার্টি অন্যতম।
ইফতার পরবর্তী আলোচনায় সর্বসম্মতিতে আগামী মে মাসে এসএসসি পরীক্ষার ৩০ বছর পূর্তি উপলক্ষে লন্ডনে এক জাকজমক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এই অনুষ্ঠানকে সামনে রেখে ইউকে এবং ইউরোপে বসবাসরত সকল এসএসসি পরীক্ষার্থী এবং তাদের পরিবারকে সম্পৃক্ত করতে নানা কর্মসূচি হাতে নেয়া হয়।
উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় ইউকে ৯৪ এসএসসি গ্রুপের সহপাঠী বন্ধুদের মধ্যে উপস্তিত ছিলেন- মোহাম্মদ সুয়েজ মিয়া, সৈয়দ ফয়জুল ইসলাম ,মিসবাহ মাসুম, শাহ সোহেল আমিন, নাহিদ জায়গীরদার, শাহ আলম সুজন, বিপ্লব দত্ত, আব্দুল হামিদ টিপু, জুবায়ের আহমেদ, ফেরদৌসি পলি, তানিয়া খাঁন, বাপ্পী দাম, মুনমুন চৌধুরী, তানজিরা মাহমুদ জুঁই , সালমা সোহরাব, মোহাম্মদ ফয়সল ইসলাম, সরদার আহমেদ রায়হান, খায়রুল ইসলাম ভানী, ডাক্তার রাহয়ান পারভেজ, ডাক্তার সাহেদ হায়দার, ইমরান হাসনাত জুম্মান,রাজা মিয়া, শানুর মিয়া, ফরিদুল আলম, শহীদ উল্লাহ, সালাহ উদ্দিন এবং আব্দুর রাহিম প্রমুখ।