মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি তেলবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (৭ নভেম্বর) প্রায় বারোটার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ঘটনাটি ঘটেছে।
শ্রীমঙ্গল স্টেশনের সহকারি স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটে যাওয়ার পথে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় এসে দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার কাজের জন্য কুলাউড়া থেকে একটি রিলিফ ট্রেন শ্রীমঙ্গলে যাচ্ছে বলেও জানিয়েছেন সহকারি স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।