সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ জানান, জম্মু-কাশ্মিরের সাংবিধানিক মর্যাদা ফেরানোই এই জোটের প্রধান লক্ষ্য।
সম্প্রতি গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি পেয়েছেন পিডিপি নেত্রী ও জম্মু-কাশ্মিরের আরেক সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। মেহবুবার মুক্তির পরই এই জোট গড়ার কাজ দ্রুত এগিয়ে যায়। জোট গঠনের আগে ফারুকের বাসভবনে বৈঠকে বসে রাজনৈতিক দলগুলো।
বৈঠক শেষে ফারুক আব্দুল্লাহ জানান, ‘আমরা পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লারেশন নামে জোট গঠন করেছি। আমাদের লড়াই সাংবিধানিক লড়াই। আমরা চাই, ২০১৯ সালের ৫ আগস্টের আগে রাজ্যবাসীর যে অধিকার ছিল, তা যেন ফিরিয়ে দেয় ভারত সরকার। জম্মু-কাশ্মিরের যে সাংবিধানিক মর্যাদা ছিল, তা পুনরুদ্ধার করাই আমাদের লক্ষ্য।’
উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা রদ করে মোদি সরকার। ওই সময় ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ, মেহবুবা মুফতিসহ একাধিক রাজনৈতিক নেতাকে বন্দি করা হয়।