নিউজ ডেস্ক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় কয়েকবছর ধরে পড়ে আছে ১২টি উড়োজাহাজ।
উড়োজাহাজের মালিকানা প্রতিষ্ঠানগুলো এরইমধ্যে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে।
কিন্তু উড়োজাহাজগুলো বন্দর এলাকা থেকে সরিয়ে নেয়নি।
এ বিষয়ে সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকে তাগাদা দিয়েও কোনো লাভ হয়নি।
তাই জুনের মধ্যে পড়ে থাকা বিমানগুলো নিলাম কিংবা বাজেয়াপ্ত করতে চায় সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
পড়ে থাকা উড়োজাহাজগুলোর মধ্যে রয়েছে ইউনাইটেড এয়ারওয়েজের ৮টি, জিএমজি এয়ারলাইন্সের ১টি, রিজেন্ট এয়ারওয়েজের ২টি, অ্যাভিয়েনা এয়ারলাইন্সের ১টি উড়োজাহাজ।
উড়োজাহাজগুলো বিমানবন্দর থেকে সরিয়ে নিতে বিমান কোম্পানিগুলোকে ৩-৪ বছর ধরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তথা সিভিল অ্যাভিয়েশন থেকে চিঠি দিলেও বিমান কোম্পানিগুলোর কোনো সাড়া মেলেনি।
ফলে বিমান কোম্পানিগুলোর কাছে হ্যান্ডেলিং চার্জ হিসেবে বিপুল পরিমাণ অর্থ পায় সিভিল অ্যাভিয়েশন। আদায় হচ্ছে না উড়োজাহাজগুলোর পার্কিং ভাড়াও।