বিপ্লব দত্ত : মহামারী করোনা ভাইরাসের কারনে বিলেতে বাঙ্গালী হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম পূজা উদযাপনকারী সংগঠন সনাতন এসোসিয়েশন এর উদ্যোগে এবার লন্ডনের ইয়র্ক হলে হবে না শারদীয় দূর্গা পূজা। নতুন করে করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গের কারণে এবার তাঁরা পূজা করার সিদ্বান্ত নিয়েছেন পূর্ব লন্ডনের ষ্টার্টফোর্ডের রাধা কৃষ্ণ মন্দিরে । দীর্ঘ ছয়ত্রিশ বছর পর এবারই তারা প্রথম ছোট পরিসরে ঘট পূজা করতে যাচ্চেন । পূর্ব লন্ডনে সনাতন এসোসিয়েশনের পূজা মানেই বিপুল উৎসব । ইয়র্ক হলের বিশাল পরিসরে বাংলাদেশের আদলে পূজা উদযাপিত হয়ে আসছিলো । কিন্তু এ বছর তা আর হচ্চে না।
এ ব্যাপারে সনাতন এসোসিয়েশন এর সাধারন সম্পাদক রবিন পাল বলেন যেহেতু এবার আমরা করোনা ভাইরাসের মতো একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছি তাই সরকারের নির্দেশনা মেনে সীমিত আকারে পূজা করার সিদ্ধান্ত হয়েছে এবার ।