বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন হেফাজতেরও নেতা বলে মন্তব্য করেছেন জামালপুর-শেরপুর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা। আজ রোববার দুপুরে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান কেন্দ্রে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। আজকে আমাদের সরকার ক্ষমতা থাকার কারণে দেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। আর বিএনপির কাজ হলো শুধু আওয়ামী লীগের দোষ খোঁজা।’ এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. এ এম আবু তাহেরসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।