জেরুজালেমের আল-আকসা মসজিদে ঢুকে নামাজরত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা পর পরিস্থিতি উত্তপ্ত। গত এক সপ্তাহের ব্যবধানে দফায় দফায় হামলা শিশুসহ অনেকেরই মৃত্যু হয়েছে। এমন আতঙ্কময় পরিস্থিতিতে মসজিদে আল আকসায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এক লাখের বেশি মুসল্লি এক সঙ্গে ঈদের জামাতে অংশ নেন। ঈদের জামাতের পর হামলায় শহীদদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
ফিলিস্তিনের ইসলামিক ইনডোমেন্ট অ্যাফেয়ার্স জানায়, ঈদের জামাতে অংশ নিতে ভোর থেকেই মসজিদ চত্বরে মুসল্লিরা জমায়েত শুরু করে। ঈদের নামাজের পর অধিকৃত গাজা ও পশ্চিম তীরে শহীদের জন্য গায়েবানা জানাজাও অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার থেকে উভয়পক্ষের মাঝে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। মূলত এ থেকেই সংঘাতের সূত্রপাতে আল আকসা প্রাঙ্গণে গত কয়েক দিনে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩শ’রও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। পূর্ব জেরুজালেমের শেখ জারাহ জেলা থেকে ৭০টির বেশি ফিলিস্তিনি পরিবার উচ্ছেদের ঝুঁকির মুখে পড়েছে। তা নিয়েই সপ্তাহ ধরে উত্তেজনা শুরু হয়।
গত সোমবার থেকে ইসরায়েলি সেনাদের অবিরত হামলায় ১৭ জন শিশু ও সাতজন নারীসহ মোট ৬৯ জন ফিলিস্তিনি নিহত হন। ঈদের দিনও গাজায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী।