ব্রিটেনের নর্থাম্পটনে মসজিদে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অংশ গ্রহণ করেন ।গত বারের মতো এবারও ঐতিহাসিক রেসকোর্স পার্ক এ করোনা ভাইরাসের কারণে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি ।
গতবছর ও এবার করোনা মহামারীর কারণে এক ভিন্ন রকমের ঈদ উদযাপন করেছেন নর্থাম্পটন বাসী।চিরাচরিত নিয়ম অনুযায়ী ঈদের নামাজ শেষে ভ্রাতৃত্ব বন্ধনের প্রতীক হিসাবে একজন আরেকজনের সাথে কোলাকুলি করে। কিন্তু গতবারের মতো এবারের ঈদেও তা পরিলক্ষিত হয়নি।ঈদ মানে আনন্দ।
ঈদ মানে খুশি। এবারের ঈদ খুশির বার্তা বয়ে আনলো বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে ঈদের আনন্দ কিছুটা ম্লান হয়েছে। করোনায় স্বজন হারা মানুষের দুঃখ কষ্ট মুছে গিয়ে সবার মাঝে খুশির বন্যা বয়ে নিয়ে আসবে এই আমাদের ঈদ।
আল-জামিয়াতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদে সকাল সাড়ে ৭টা টা থেকে সাড়ে ১0 টা পর্যন্ত ৪ টি জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া বাইতুল মামুর জামে মসজিদ, আবিংটন জামে মসজিদ, নর্থাম্পটন সেন্ট্রাল মসজিদ, নর্থাম্পটন মসজিদ ও ইসলামিক সেন্টার, মিনহাজ আল-কোরআন, গুলজারে মদিনা মসজিদ ছাড়া ওয়েলিংরা শাহজালাল জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে কয়েক হাজার মুসল্লীরা অংশগ্রহণ করেন।
কালো মেঘের ছায়া কেটে যাবে। উদিত হবে স্বপ্নীল সুন্দর আগামী দিনের সূর্য। ঈদের আনন্দ ভাগাভাগি করে স্বপ্নিল এই সুযোগে সাথে নিয়ে আমাদের জীবন হবে পরিপূর্ণ ও আনন্দময়। ঈদের খুশির দিনে এটাই আমাদের কাম্য।
করোনা মহামারিকে বিজয় করে আমরা আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবো।প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে আনন্দময় ও খুশির। খুশির দিনে এটাই আমাদের প্রত্যাশা।