সুনামগঞ্জের ছাতকে বিদ্যুৎ বিভাগের দুর্নীতি চরম আকারে পৌঁছেছে। গ্রাহক হয়রানির পাশাপাশি এখন মিটার, তামার তারসহ সরকারি মূল্যবান যন্ত্রপাতি চুরিও করছেন বিদ্যুৎ বিভাগে কর্মরতরা। গত ২৯ মে ছাতক বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবুল হোসেন ৪২টি সরকারি মিটার চুরি করে নেয়ার সময় ধরা পড়েন বলে জানান বিদ্যুৎ বিভাগের বেশ কয়েকজন স্টাফ।
২৯ মে রাতে ডিউটিতে ছিলেন বিদ্যুৎ অফিসের লাইনম্যান মঞ্জুরুল ইসলাম। তিনি জানান, ওই রাতে ১১টার দিকে ছাতক বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবুল হোসেন ৪২ টি সরকারি মিটার চুরি করে নেয়ার সময় ধরা পড়েন। কার্যালয়ের স্টোর রুম থেকে আবুল হোসেন মিটারগুলো নিয়ে যাচ্ছিলেন। এসময় অফিসের অন্যান্যরা দেখে ফেলে তাকে আটক করেন। পরে বিষয়টি অফিসজুড়ে জানাজানি হলে ৪২টি মিটার অফিসের একটি কক্ষে রাখা হয়। যার বাজার মূল্য প্রায় ৩লাখ টাকা।
এই চুরির ঘটনায় লাইনম্যান মঞ্জুরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার, বিদ্যুৎ বিতরণ বিভাগ ছাতকের প্রকৌশলী ও পৌর মেয়র আবুল কালাম বরাবরের লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।
এ ব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী আবুল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। মিটার সরানোর বিষয় নির্বাহী প্রকৌশলী স্বীকার করেছেন এমন প্রশ্ন করলে কল কেটে দেন। পরে বার বার চেষ্টা করলে ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে ছাতক বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সর্দার ৪২টি মিটার সরিয়ে নেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ওইদিন তিনি বিকেল ৫টার দিকে সিলেট চলে যান। কন্ট্রোল রুমের স্টোর রুম থেকে মিটারগুলো অফিসে আনার জন্য বের করা হয়েছিলো চুরি হয়নি। এতো রাতে মিটার বের করার কারণ জানতে চাইলে এ নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।