সিলেট নগরে ছুরিকাঘাতে বিএনপি নেতা আ ফ ম কামাল খুন হয়েছেন। তার গাড়ী আটকে খুন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তিনি সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সিলেট ল’ কলেজের জিএস ছিলেন।
রাত সোয়া ৮ টার দিকে নগরীর আম্বরখানা বড়বাজারে এ ঘটনা ঘটে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম।
তিনি জানান, কে বা কারা এ ঘটনায় জড়িত এখনো জানা যায়নি। তবে হত্যায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে।