করিমগঞ্জে ফের সাংবাদিকের উপর হামলা। সীমান্ত জেলায় সর্বদাই দুষ্কৃতীর আক্ৰমণের শিকার হতে হচ্ছে সাংবাদিক। কিন্তু কেন এই কাপুরুষতা ?
জানা গেছে শুক্রবার করিমগঞ্জের বটরশিতে দৈনিক খবর আমাদের ফকির বাজার প্রতিনিধি জাকিররুল জালাল চৌধুরীর উপর অতর্কিত হামলা চালায় দুষ্কৃতীরা । আহত সাংবাদিক এখন করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। সাংবাদিক এর ভাষ্যমতে তাহার উপর প্রাণঘাতী হামলা চালায় আবিদ চৌধুরী ,শাপলা ও কমরূল নামে কয়েকজনে এই হামলা চালায়। এখনো পর্যন্ত এফআইআর দায়ের করা হয়েছে, পুলিশ গোটা বিষয়টি দেখছে। এদিকে দৈনিক খবর আমাদের সকল সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। করিমগঞ্জের
জেলা প্রশাসনের কাছে জোরালো দাবি আগামী ২৪ ঘন্টার মধ্যে দূষ্কৃতিদেরকে পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ।