ডেস্ক রিপোর্ট: আগামী ২৭ অক্টোবর ২০২০ তারিখ থেকে ব্রিটেনের ইমিগ্রেশন হেল্থ সারচার্জ বছরে ৪০০ পাউন্ড থেকে বেড়ে £৬২৪ পাউন্ডে উন্নীত হবে। ইমিগ্রেশন (হেল্থ চার্জ) (সংশোধনী) আদেশ ২০২০ (এসআই ২০২০ নং ১০৮৬) গত , ৬ অক্টোবর প্রকাশিত হয় এবং ২১ দিন পর অর্থাৎ আগামী ২৭ অক্টোবর থেকে এটি কার্যকর হবে।ফলে , ২৭ অক্টোবর তারিখের আগে পাঠানো ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন এর ক্ষত্রে শত শত পাউন্ড সাশ্রয় হবে।
এই আদেশে হেল্থ এন্ড কেয়ার ভিসার জন্য আবেদনকারীদের সারচার্জ পরিশোধ করা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে । ছাত্র ডিপেন্ডেন্ট , ইয়ুথ মোবিলিটি ভিসা এবং ১৮ বছরের কম বয়সী যে কারো ক্ষেত্রে ৪৭০ পাউন্ড প্রযোজ্য হবে। কনজারভেটিভ পার্টি প্রথম ২০১৯ সালের সাধারণ নির্বাচনী প্রচারণার সময় সারচার্জ বাড়ানোর প্রতিশ্রুতি প্রদান করে এবং ২০২০ সালের মার্চের বাজেটেএ ব্যাপারে বিস্তারিত জানায়।