আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজ দলের প্রার্থী জো বাইডেনের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এর অংশ হিসেব আগামী ২১ অক্টোবর ফিলাডেলফিয়ায় বাইডেনের প্রচারণায় হাজির থাকবেন ওবামা। বাইডেনের প্রচারণা শিবিরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের পররর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে শেষ মুহূর্তে ভোটারদের আকৃষ্ট করতে মরিয়া প্রধান দুই প্রার্থী।
জানা গেছে, ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, উইসকনসিন ও আরও কয়েকটি রাজ্যে বাইডেনের নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন ওবামা। এর মধ্যে কোনও কোনওটিতে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও অংশ নেবেন।