নিউজ ডেস্ক : বৃটেনে বাঙ্গালী কমিউনটির প্রিয় মুখ মোহাম্মদ আব্দুস সালিক মারা গেছেন । গত ১৫ ই অক্টোবর পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হসপিটালে মারা যান । তিনি ছিলেন বিলেতের বাংলা টাউন, ব্রিকলেনের প্রিয় মুখ। আব্দুস সালিক জড়িত ছিলেন একাধারে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের সাথে ।বিশেষ করে ব্রিকলেইনকে বাংলা টাউনে রূপান্তরিত করা , বর্ণবাদ বিরোধী আন্দোলন, আলতাব আলী পার্ক নামকরণ, শহীদ মিনার প্রতিষ্ঠা, বৈশাখী মেলা ,লন্ডনে বাংলা ভাষা চর্চা সহ বাংলাদেশীদের বিভিন্ন দাবি দাওয়া প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ছিল অপরিসীম । তিনি ছিলেন বাংলাদেশের বাহিরে প্রবাসীদের বৃহত্তর সংঘঠন প্রবাসী বালাগন্জ ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি। এছাড়াও সাংকৃতিক অঙ্গনেও ছিল তাঁর বিচরন । গান খুব ভাল বাসতেন এমনকি নিজেও গাইতেন । তাঁর নিজের গাওয়া গানের ক্যাসেট ও বেরিয়েছিল তাঁর জীবদ্দশায় । তাঁর জন্মস্থান সিলেটের ওসমানী নগর উপজেলার তাজপুর ইউনিয়নে । প্রতিষ্টা করেছিলেন তাজপুর দিশারী সাহিত্য সংসদ ।
আব্দুস সালিক এর মৃর্তুতে বিলেতের বাংলাদেশী কমিউনিটি হারালো এক অকৃতিম প্রিয় বন্ধুকে ।