সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে লকডাউন চলাকালীন সরকারের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করায় বিশেষ সম্মাননা পেয়েছেন ১৯ বাংলাদেশি। আমিরাত সরকারের আহ্বানে বাংলা এক্সপ্রেসের ব্যানারে দেশগুলোর লকডাউন এলাকায় সঙ্কটাপন্ন প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় কাজ করেছিলেন তারা।
গতকাল রোববার দুবাইয়ে ওয়াতানি আল ইমারাত ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর বেলহোল আল ফালাসি এ ১৯ বাংলাদেশির হাতে সম্মাননা স্মারকসহ দুবাই ক্রাউন প্রিন্সের ধন্যবাদ সম্বলিত বিশেষ ব্যাচ তুলে দেন।
সম্মাননা পাওয়া বাংলাদেশিরা হলেন- বাংলাদেশ প্রেসক্লাব ইউএই এর সিনিয়র সহসভাপতি মুহাম্মদ মামুনুর রশীদ, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সহসম্পাদক মুহাম্মদ মোদাসসের শাহ, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, আনোয়ার হোসাইন,শামসুন নাহার শপ্না, রুমা খাতুন, মুহাম্মদ কাজি ইসমাইল, ফখরুদ্দীন চৌধুরী, মোহাম্মদ মিজান, মোহাম্মদ জলিল, মোহাম্মদ ইদ্রিছ, মোহাম্মদ মিজানুর, মঞ্জুর মোরশেদ, মোহাম্মদ নুরুল, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ আনোয়ার আজিম, বাশির চোখদার, মোহাম্মদ হামদান আহম্মেদ, মোহাম্মেদ সাইফ ও মিজানুর রহমান। তাদের এ অর্জনে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম।