প্রেসিডেন্টস কাপ দিয়ে ফিরেছে দেশের ক্রিকেট। তামিম-মুশফিকরা নিজেরা ভাগ হয়েই খেলছেন এই টুর্নামেন্টে। এরমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দিয়েছে করপোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট। পাঁচ দলের মধ্যে ভাগ হয়ে এই টুর্নামেন্টে লড়বেন ক্রিকেটাররা। এর মাধ্যমে নির্বাসন কাটিয়ে ফিরবেন সাকিব আল হাসান, খেলবেন সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি মোর্ত্তজাও।
করপোরেট টি-টোয়েন্টিতে পাঁচ দলে ভাগ হয়ে খেলবে ৭৫ জন ক্রিকেটার। বিদেশি ক্রিকেটার এক প্রকার অনিশ্চিত এই টুর্নামেন্টে। এর আগে বিসিবি সভাপতি নিজেই জানিয়েছিলেন টুর্নামেন্টের গঠন নিয়ে। পাপন বলেছিলেন, ‘পাঁচটা দলে ৭৫ ক্রিকেটার খেলবে। এখনো বলছি যে আমরা নিশ্চিত না যে টুর্নামেন্টের নামটি কি হবে। তবে আমরা টুর্নামেন্টটি করব এটাই বড় কথা। সরাসরি সম্প্রচারও করা হবে।’
এই টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটার আনা নিয়ে আলোচনা চললেও এখনো বিষয়টি ধোঁয়াশায়। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, ‘সাকিব-তামিম থেকে বড় সুপারস্টার হলে বিদেশি নিয়ে আসবেন। আমরাতো চাই সুপারস্টাররা আসুক। তামিম, সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিক অর্থাৎ আমাদের যে টপ ক্রিকেটার তাদের থেকে নিচু মানের কোনো খেলোয়াড় আসলে তো আমরা বিবেচনায় নিব না। ভালো প্লেয়ার আসলে আমরা বিবেচনায় রাখতে পারি।’
প্রেসিডেন্টস কাপ দিয়ে ফিরেছে দেশের ক্রিকেট। তামিম-মুশফিকরা নিজেরা ভাগ হয়েই খেলছেন এই টুর্নামেন্টে। এরমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দিয়েছে করপোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট। পাঁচ দলের মধ্যে ভাগ হয়ে এই টুর্নামেন্টে লড়বেন ক্রিকেটাররা। এর মাধ্যমে নির্বাসন কাটিয়ে ফিরবেন সাকিব আল হাসান, খেলবেন সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি মোর্ত্তজাও।
করপোরেট টি-টোয়েন্টিতে পাঁচ দলে ভাগ হয়ে খেলবে ৭৫ জন ক্রিকেটার। বিদেশি ক্রিকেটার এক প্রকার অনিশ্চিত এই টুর্নামেন্টে। এর আগে বিসিবি সভাপতি নিজেই জানিয়েছিলেন টুর্নামেন্টের গঠন নিয়ে। পাপন বলেছিলেন, ‘পাঁচটা দলে ৭৫ ক্রিকেটার খেলবে। এখনো বলছি যে আমরা নিশ্চিত না যে টুর্নামেন্টের নামটি কি হবে। তবে আমরা টুর্নামেন্টটি করব এটাই বড় কথা। সরাসরি সম্প্রচারও করা হবে।’
এই টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটার আনা নিয়ে আলোচনা চললেও এখনো বিষয়টি ধোঁয়াশায়। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, ‘সাকিব-তামিম থেকে বড় সুপারস্টার হলে বিদেশি নিয়ে আসবেন। আমরাতো চাই সুপারস্টাররা আসুক। তামিম, সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিক অর্থাৎ আমাদের যে টপ ক্রিকেটার তাদের থেকে নিচু মানের কোনো খেলোয়াড় আসলে তো আমরা বিবেচনায় নিব না। ভালো প্লেয়ার আসলে আমরা বিবেচনায় রাখতে পারি।’
এই টুর্নামেন্টের জন্য সাকিব-মাশরাফিসহ ৭৫ জনের তালিকা করা হয়েছে। প্রতিটি দলে থাকবেন ১৫ জন করে ক্রিকেটার। কে কোন দলে খেলবে এগুলো ঠিক করে দেবে ক্রিকেট বোর্ডই। প্রেসিডেন্টস কাপে না থাকলেও মাশরাফির ফেরার কথা রয়েছে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে। এ ছাড়া সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে এই মাসের শেষে। এরপর তিনি খেলতে পারবেন সব ধরনের ক্রিকেটই। ফেরার কিছুদিন পরেই শুরু হবে করপোরেট টি-টোয়েন্টি। এর মধ্য দিয়ে তিনি যে ফিরছেন তা এক প্রকার নিশ্চিত।