বিপ্লব দও: সিলেট জেলার ওসমানী নগর উপজেলার ২নং সাদীপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বীর মুক্তিযাদ্ধা কবির ঊদ্দিন আহমদ বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।নৌকা প্রতিক নিয়ে তার প্রাপ্ত ভোট ৮৭০৩ নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো: গোলাম কিবরিয়া ৩১২৯ ভোট এবং বি এন পির আব্দুর রব আল মামুন ধানের শীষ প্রতিক নিয়ে পেয়েছেন ২৯৪৮ভোট।মাহা লন্ডন ডটকমের সাথে এক তাক্ষনিক প্রতিক্ষিয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ সাদিপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন এই জয় ইউনিয়ন বাসীর জয়।ওসমানী নগর থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভপতি মো আব্দাল মিয়া বলেন একজন বীর মুক্তিযাদ্ধা এবং নিবেদিত সমাজকর্মি হিসেবে এই বিপুল বিজয় কবির ভাইয়ের প্রাপ্য ছিল।