ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে ১৩ বছরের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে নজির গড়লেন ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ান। তিনি আইপিএলে খেলছেন রাজধানী শহরের দল দিল্লি ক্যাপিটালসে।
আজ মঙ্গলবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে এদিন মাত্র ৫৭ বলে শতরান হাঁকান ধাওয়ান। শেষ পর্যন্ত ৬১ বলে ১০৬ রান অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ১২টি ছক্কা ও ৩টি চারে ইনিংস সাজান এই বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান।
তার ব্যাটিংয়ের উপর ভিত্তি করেই ৫ উইকেটে ১৬৪ রান করে দিল্লি। এর আগে ধোনির দল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ধাওয়ান। ৫৮ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন ওই ম্যাচেও।
এক আইপিএলে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি করেন বিরাট কোহলি। তিনি ২০১৬ মৌসুমে এই অনন্য অর্জনে নাম লেখান। এ ছাড়া দুটি করে সেঞ্চুরি আছে ক্রিস গেইল, হাসিম আমলা ও শেন ওয়াটসন। আজ নাম লেখালেন ধাওয়ান।