যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরকে অবৈধ অভিবাসীদের অভয়ারণ্য হিসাবে চিহ্নিত করেছেন মার্কিন ইমিগ্রেশন এবং শুল্ক প্রয়োগকারী (আইসিই) কর্মকর্তারা। যে কারণে শহরটিতে ঝটিকা অভিযান চালানো হয়। সেখান থেকে গতকাল মঙ্গলবার ৫৪ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে শিশু নির্যাতন-ধর্ষণ, মাদক ব্যবসার মতো বড় কিছু অভিযোগ রয়েছে।
নিউইয়র্কের কয়েকটি গণমাধ্যম ও আইসিই থেকে জানা গেছে, চলতি অক্টোবরের শুরুর দিকে প্রায় কয়েকশ অবৈধ অভিবাসী অন্য অঙ্গরাজ্য থেকে নিউইয়র্কে এসে আশ্রয় নেওয়ার খবরে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার হওয়া অভিবাসীরা চীন, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাডর, গুয়াতেমালা, গ্রেনাডা, গায়ানা, হন্ডুরাস, আয়ারল্যান্ড, জামাইকা, মেক্সিকো, মোল্দোভা, মোজাম্বিক, পাকিস্তান, পানামা, পেরু এবং সেন্ট লুসিয়ার নাগরিক। তাদের বিরুদ্ধে হামলা, শিশুর যৌন নির্যাতন, ধর্ষণ, ভারী আগ্নেয়াস্ত্রের ব্যবহার, চুরি, সম্পত্তি দখল, মাদক ব্যবসা, মাদক সেবনের পর গাড়ি চালানো, ডাকাতি এবং গ্র্যান্ড লারসিনির মতো অভিযোগ রয়েছে।
নিউ ইয়র্কের আইসিই ইআরও ফিল্ড অফিসের পরিচালক টমাস আর ডেকার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ ছাড়া নাসাও, সাফলক, ডাচেস, আলস্টার এবং ওয়েস্টচেস্টারের প্রতিবেশি কাউন্টিগুলিতে গ্রেপ্তার অভিযান চলে।
জানা গেছে, গ্রেপ্তারকৃতদের আদালতে তোলা হলে ৩০ জনেরও বেশি অভিবাসীকে স্থানীয় আইন প্রয়োগকারীর হেফাজতে রেখে মুক্তি দেওয়া হয়। বাকিরা আইসিই’র হেফাজতে রয়েছেন।