ব্রাজিলে করোনা ভ্যাকসিন ট্রায়ালে অংশ নেওয়া এক স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকা ফার্মাসিউটিক্যালসের বহুল আলোচিত টিকার চূড়ান্ত ধাপের পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য সার্ভিলেন্স এজেন্সি (এএনভিসা) গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে।
আলজাজিরা, ওয়াশিংটন পোস্টসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালে অংশ নেওয়া কোনো স্বেচ্ছাসেবকের মৃত্যু বিশ্বে এটাই প্রথম। ২৮ বছর বয়সী ওই যুবকের দেহে করোনার উপসর্গ দেখা দিয়েছিল। তবে ট্রায়ালে অংশ নিলেও তিনি নিজে ভ্যাকসিন নেননি বলে জানানো হয়েছে। টিকাটি তিনি নিলে ট্রায়াল স্থগিতের বিষয়ে ভাবতেন গবেষকরা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রাথমিকভাবে একটি ছোট নমুনা দলের অংশ হিসেবে ওই স্বেচ্ছাসেবককে কেবল মেনিনজাইটিসের টিকা দেওয়া হয়েছিল। তাই এ পরিস্থিতিতে ভ্যাকসিনটির ট্রায়াল কোনোভাবে বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছে ব্রাজিল এবং অক্সফোর্ডের গবেষক দল।
এদিকে, নিয়ন্ত্রক সংস্থাকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, স্বেচ্ছাসেবকের মৃত্যু হলেও সম্ভাব্য টিকার পরীক্ষা চলবে। ট্রায়ালে যুক্ত ব্যক্তিদের স্বাস্থ্য সংক্রান্ত গোপনীয়তার কারণে স্বাস্থ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ফেডারেল ইউনিভার্সিটি অব সাও পাওলোর পক্ষ থেকে পৃথকভাবে জানানো হয়েছে, মৃত ব্যক্তি ব্রাজিলিয়ান। তবে তিনি ব্রাজিলের কোনো অংশের বাসিন্দা, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে খোলসা করে কিছু বলা হয়নি।
মৃত্যুর ঘটনা নিয়ে ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কোন মন্তব্য করা হয়নি বলে জানিয়েছে ব্লুমবার্গ। অন্যদিকে অ্যাস্ট্রোজেনেকার জানিয়েছে, গোপনীয়তা এবং ক্লিনিকাল ট্রায়ালের নিয়মের জন্য কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে সংস্থার পক্ষে কোনো মন্তব্য করা হবে না।