বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ১১ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে বাংলাদেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ১৩১ জন। আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা সংখ্যা ৪ কোটি ১১ লাখ ১৮ হাজার ৬৪ জন।
এ ছাড়া সারা বিশ্বে এই মহামারিতে মারা গেছেন ১১ লাখ ২৯ হাজার ৭১০ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া গতকাল বুধবারের তথ্য অনুযায়ী, বাংলাদেশে এখন পর্যন্ত মোট মৃত্যু ৫ হাজার ৭২৩। মোট নিশ্চিত আক্রান্ত ব্যক্তির সংখ্যা বিবেচনায় দেশে করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা প্রায় ২ কোটি ৮০ লাখ। বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখের বেশি মানুষ সুস্থ হয়েছেন। সুস্থ হওয়ার হার ৭৮ দশমিক ৫৬ শতাংশ।
বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় প্রথম যুক্তরাষ্ট্র। দেশটিতে ৮৩ লাখ ৩০ হাজার ৪৮৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে জনস হপকিনস ইউনিভার্সিটি। এ ছাড়া ২ লাখ ২১ হাজার ৯৯০ জন মারা গেছেন বলে তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটি।
ভারতে শনাক্ত রোগীর সংখ্যা ৭৬ লাখ ৫১ হাজার ১০৭ জন। মারা গেছেন ১ লাখ ১৫ হাজার ৯১৪ জন। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দেশটির অবস্থান দ্বিতীয়। এর পরের অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫২ লাখ ৭৩ হাজার ৯৫৪ জন। মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৮৩৭ জন।
বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত তালিকায় এর পরে আছে রাশিয়া। পঞ্চম থেকে দশম তালিকায় আছে আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, কলম্বিয়া, পেরু ও মেক্সিকো। তালিকায় বাংলাদেশের অবস্থান ১৭তম।