করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাাওয়ার কারণে ফ্রান্সে দ্বিতীয়বার লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই লকডাউন কমপক্ষে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত চলবে। বুধবার স্থানীয় সময় রাত ৮টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।
ইমানুয়েল ম্যাখো বলেছেন, রেস্তোঁরা এবং বারের মতো অপ্রয়োজনীয় সকল ধরনের ব্যবসা বন্ধ থাকবে। তবে অফিস আদালত স্কুল, কলেজ এবং কারখানাগুলো স্বাস্থবিধি মেনে খোলা থাকবে। পাবলিক পরিবহন খোলা থাকবে, তবে সীমান্ত বন্ধ থাকবে। লোকজন জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যাওয়ার জন্য একটি ফর্ম (এটাস্টেশন) পূরণ করে বাইরে যেতে হবে।
বিভিন্ন দেশে আটকা পড়া ফরাসি নাগরিকরা দেশে ফিরতে পারবে। এ ক্ষেত্রে এয়ারপোর্টে দ্রুত করোনা টেস্ট বাধ্যতামূলক করা হবে।