করোনাভাইরাস পজিটিভ ক্রিস্টিয়ানো রোনালদো খেলতে পারেননি। তবে ছিলেন লিওনেল মেসি। চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই না হলেও আর্জেন্টাইন ফরোয়ার্ডকে পাওয়া গেল চেনা রূপে। তাই কপাল পুড়লো জুভেন্টাসের। মেসির পেনাল্টি গোলের আগে উসমান ডেম্বেলে বল জালে জড়ালে প্রথমবার জুভেন্টাসের মাঠে জয় উৎসব করেছে বার্সেলোনা। ভিএআরে আলভারো মোরাতার তিনটি গোল বাতিল হওয়া ও শেষ দিকে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হওয়া ইতালিয়ান চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়েছে কাতালানরা।
মঙ্গলবার বার্সেলোনার সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন জোসেপ মারিয়া বার্তোমেউ। অনেকদিন ধরে চলে আসা খেলোয়াড় ও সমর্থকদের দাবি পূরণ হওয়ার পর প্রথম ম্যাচেই পাওয়া গেল দুর্দান্ত বার্সেলোনাকে। এবারের চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে জমজমাট ম্যাচটিতে দাপুট পারফরম্যান্সে রোনাল্ড কোম্যানের দল জানিয়ে রাখলো, ইউরোপ জয়ে তারা প্রস্তুত।