ফ্রান্সবিরোধী মিছিল থেকে রাজধানীর বিজয়নগরে পুলিশের ওপর হামলা ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। জুমার নামাজের পর কয়েক শ মুসল্লি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের গেট থেকে স্লোগান দেওয়া শুরু করেন। অধিকাংশ মুসল্লির হাতে ছিল প্লাকার্ড। ফ্রান্সের পণ্য বর্জন করাসহ নানা ধরনের বক্তব্য এসব প্লাকার্ডে লেখা ছিল।
বায়তুল মুকাররম থেকে মিছিল নিয়ে কাকরাইল যাওয়ার পথে বিজয়নগরে পুলিশের বাধার মুখে পড়েন তারা। সেখানে মিছিলকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। তখন মিছিল থেকে পুলিশের ওপর ইট-জুতা-স্যান্ডেল ছোড়া হয়। তবে পুলিশ কোনো পাল্টা অ্যাকশনে যায়নি। উপরন্তু মিছিলের আয়োজকরা উত্তেজিত জনতাকে থামানোর চেষ্টা করেন।
ওই কর্মসূচি থেকে তারা ফ্রান্সে মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র করার প্রতিবাদের পাশাপাশি সরকারের কাছে ফরাসি পণ্য নিষিদ্ধ ও দূতাবাস সরিয়ে নেওয়ার দাবি জানান।