ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্রিস গেইল টি-টোয়েন্টি ফরম্যাটে ১০০০ ছক্কা হাঁকানোর মাইলফলকে পা রেখেছেন। ৪১ বছর বয়সে এখনো যেন প্রাণবন্ত তিনি। ১৯৭৯ সালের ২১ সেপ্টেম্বর তিনি জ্যামাইকায় জন্মগ্রহণ করেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটে ভূমিকা রেখেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নও হয়েছেন গেইল। এ ছাড়া পুরো বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগেই তিনি খেলেছেন।
গেইলের ১০০০ ছক্কা হাঁকানোর দিনে ভারতের সাবেক ওপেনার বিরেন্দর শেবাগ বলেছেন, গেইল টি-টোয়েন্টি ক্রিকেটের ব্রাডম্যান (স্যার ডন ব্রাডম্যান)।’