অস্ট্রিয়ার ভিয়েনায় বন্দুকধারীদের হামলার পর যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার হুমকির স্তর ‘উল্লেখযোগ্য’ থেকে ‘গুরুতর’ পর্যায়ে উন্নীত করা হয়েছে। ফলে দেশটিতে সন্ত্রাসী হামলা হওয়ার আশঙ্কা আরও বেশি বলে নিরাপত্তা প্রধানরা মনে করছেন।
তবে হামলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো গোয়েন্দা তথ্য নেই। ফ্রান্স ও অস্ট্রিয়াতে হামলার পরই সতকর্তা হিসেবে বাড়তি নিরাপত্তা জোরদার করছে দেশটির নিরাপত্তা বিভাগ।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেছেন, ‘গত সপ্তাহে ফ্রান্সে ছুরি হামলা এবং তারপর অস্ট্রিয়ার ভিয়েনায় ঘটে যাওয়া বন্দুক হামলার প্রেক্ষাপটে পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনগণকে সজাগ রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট কোনো হুমকির ভিত্তিতে নয়।’
ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এর প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের ‘জয়েন্ট টেরোরিজম এনালাইসিস সেন্টার’ হুমকির স্তর বাড়ানোর এই পদক্ষেপ নিয়েছে। যুক্তরাজ্যে হামলার হুমকির ক্ষেত্রে পাঁচটি স্তরের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতার পর্যায়।
গত সপ্তাহে ফ্রান্সের নিস শহরে ছুরি হামলায় তিনজন নিহত হয়। এর আগে প্যারিসে ছুরি হামলায় এক শিক্ষক নিহত হয়েছে। এ ছাড়া, গতকাল মঙ্গলবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ছয় জায়গায় সশস্ত্র বন্দুকধারীরা গুলি চালিয়ে চার জনকে হত্যা করেছে।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আগেও বলেছি, যুক্তরাজ্যে আমরা সন্ত্রাসের মারাত্মক হুমকির মুখে আছি। আমি জনগণকে সতর্ক থাকা এবং কোনোরকম সন্দেহজনক তৎপরতা নজরে এলেই তা পুলিশকে জানানোর অনুরোধ করছি।’