বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিক জাপানের সঙ্গে জাপান নব নিযুক্ত রাষ্ট্রদূত জনাব শাহাবুদ্দিন আহমেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তিনি বলেন, ‘বিশ্বের সাথে তাল মিলিয়ে চলেছে বাংলাদেশ। জাপানের ব্যবসায়ীসহ সারা বিশ্বের প্রবাসী ব্যবসায়ীরা চায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে। ইতালি রোম, একদিনে হয়নি ۔আমাদের দেশও একদিন হবে।’
বাংলাদেশি প্রবাসী, ব্যবসায়ী ও জাপানে বসবাসরত সবার সুনিশ্চিত অধিকার রক্ষার ও সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস দেন রাষ্ট্রদূত। তার এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিসিসিআইজে’র সভাপতি বাদল চাকলাদার বলেন, ‘রাষ্ট্রদূত হিসেবে শাহাবুদ্দিন আহমেদকে পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত।’
সভায় রাষ্ট্রদূতকে জাপানের ব্যবসায়ের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বাদল চাকলাদার। বলেন, ‘আমরা দেখেছি অন্যান্য দেশের রাষ্ট্রদূত ও দূতাবাস সার্বিক সহযোগিতার মাধ্যমে কীভাবে তাদের ব্যবসায়িক কার্যক্রমকে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে অনেক রকমের সহযোগিতা করে থাকে, আমরাও আপনার মাধ্যমে জাপান বিসিসিআইজে’র সার্বিক সহযোগিতা কামনা করি।’
জাপান থেকে বাংলাদেশে কীভাবে ব্যবসা করলে আরও উন্নত হবে এ ব্যাপারে আলোচনায় ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশ থেকে বিগত ১৫ বছর আম এবং ফল আমদানির উদ্যেগ নেওয়া হলে পরবর্তীতে যেকোনো কারণে বন্ধ হয়ে যায়, ভারত-পাকিস্তান এদেশে আমদানি করছে। সে হিসেবে বাংরাদেশ থেকেও আমদানি করা যাবে। এটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে বলেও মন্তব্য করেন ব্যবসায়ীরা।
গাড়ি ব্যবসায়ীরা বলেন, জাপানের গাড়ি রপ্তানিতেও অনেক সংকট দেখা দিয়েছে। এ সংকট সমাধানের জন্যও রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন তারা।
বিসিসিআইজে’রে এ সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছিরুল হাকিম, মোর্শেদ আলম, আব্দুর রাজ্জাক, মনি ঠাকুর, চৌধুরী শাহীন, শুকেঁন বর্মন, মিজানুর রহমান শাহীন, খান আলামিন, নাজমুল হাসান রতন, সুমন ভূঁইয়া, মোহাম্মদ সানাউল্লাহ আই টি কাজীসহ আরও অনেকে।