বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে ক্রিকেটারদের করোনাভাইরাসের পরীক্ষা করাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ পরীক্ষায় বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ম মুমিনুল হকের প্রতিবেদন ‘পজিটিভ’ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী।
আজ মঙ্গলবার দেবাশিষ বলেন, ‘গতকালই মুমিনুলের করোনা পজিটিভ হয়েছে। তেমন কোনো উপসর্গ নেই মুমিনুলের। আশঙ্কার কিছু নেই।’
মুমিনুল বলেন, করোনায় আক্রান্তের খবর সত্য। গতকাল টেস্ট করিয়েছিলাম। উপসর্গ বলতে গতকাল হাল্কা জ্বর ছিল। এখন জ্বরও নেই। শ্বাস-প্রশ্বাসেও কোনো সমস্যা নেই। ঠান্ডার একটা সমস্যা তো আমার নিয়মিত। সকালে ঘুম থেকে উঠলে এক নাক বন্ধ থাকে। আল্লাহর রহমতে এখন কোনো সমস্যাই নেই।’
করোনা পজিটিভ হওয়ায় মুমিনুলের বঙ্গবন্ধু টি-২০ কাপে খেলা অনিশ্চিত হয়ে পড়লো।
এর আগে পিএসএল খেলতে যাওয়ার আগে রুটিন টেস্ট করানোর পর বাংলাদেশের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।