মো: রেজাউল করিম মৃধা: ক্যানারী ওয়ার্ফ গ্রুপের উদ্দোগে ৯ই নভেম্বর সোমবার থেকে ১৫ই নভেম্বর রবিবার পর্যন্ত সপ্তাহ বাপী চলছে দিওয়ালী উৎসব।
জুবলি পার্কের ইস্ট উইন্টার গার্ডেনে ১০ই নভেম্বর ২০২০ মংগলবার সন্ধ্যা অনুস্ঠানিক ভাবে উদ্ভোদন করেন লন্ডন লেবার পার্টির জিএলএ মেম্বার উমেশ দেশাই, এসময় আরো উপস্থিত ছিলেন, টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর দিপা দাস ও কাউন্সিলর তারিক খান।
ক্যানারী ওয়ার্ফ গ্রুপের কমিউনিটি রিলেশন ডিরেক্টর জাকির খান বলেন, “ক্যানারী ওয়ার্ফ গ্রুপ বিভিন্ন সময় বিভিন্ন দেশের সংস্কৃতি তুলে ধরে অনুস্ঠানের আয়োজন করে থাকে। এই করোনা কালীন সময়ও ক্যানারী ওয়ার্ফ জুবলী পার্কের ইস্ট উইন্টার গার্ডেনে সারি বদ্ধ ভাবে ট্রামের পানির মধ্যে ফুল, পানির ফোয়ারা মাঝে লাইট অতি চমৎকার ভাবে সাজানো হয়েছে।এই সুন্দর আয়োজন উপভোগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান,”।
প্রধান অতিথি উমেশ দেশাই বলেন, “ দেওয়ালীর এই আয়োজন সত্যি চমৎকার। আয়োজক ক্যানারী ওয়ার্ফ গ্রুপকে তিনি ধন্যবাদ জানান’”।
করোনাকালীন সময় হলেও প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ, ভারতবর্ষের লোক সহ বিভিন্ন দেশের পর্যটকরা ফুল, পানি, লাইট দিয়ে সাজানো দিওয়ালী উৎসবকে আনন্দ ভরে উপভোগ করছেন।