মোবাইল ফোনে বাজি ধরে আইপিএল খেলায় স্বামী হেরে যাওয়ায় কীটনাশক পান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মৃতের নাম হোসনে আরা হেনা। গত বুধবার রাতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার প্রত্যন্ত পল্লী বিদ্যানন্দ ইউনিয়নের রতি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।
এলাকাবাসী জানায়, ওই গ্রামের আবদার আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে প্রায় দুই বছর আগে একই ইউনিয়নের পাড়ামৌলা গ্রামের হোসেন আলীর মেয়ে হোসনে আরা হেনার বিয়ে হয়। এবারের আইপিএল খেলায় মোবাইল ফোনে বাজি ধরে গত বুধবার রাতে রবিউল ইসলাম হেরে যান। এ খবর পেয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামীর সঙ্গে অভিমান করে হোসনে আরা হেনা রাতেই ঘরে রাখা কীটনাশক পান করেন। পরিবারের লোকজন ও এলাকাবাসীর সহযোগিতায় মুমূর্ষু অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজারহাট থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার জানান, খবর পেয়ে গতকাল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে আত্মহত্যা করেছে তিনি।